Viral Video: মাইকেল জ্যাকসনের মুনওয়াক (Michael Jackson Moonwalk) বিশ্ববিখ্যাত। এবার সেই মুনওয়াক একটু অন্য স্টাইলে করেছেন এক যুবক। এমজে-র ‘Smooth Criminal'- এর ছন্দেই মুনওয়াক করতে দেখা গিয়েছে জয়দীপ গোহিল নামের ওই যুবককে। ইনস্টাগ্রামে তাঁর প্রোফাইলের নাম ‘হাইড্রোম্যান’ (Hydroman)। নাম শুনেই বোঝা যাচ্ছে যে, নিশ্চয় মুনওয়াকের সঙ্গে জলের সম্পর্ক রয়েছে। বাস্তবেও ঠিক তাই। জলের নীচে মুনওয়াক করেছেন সন্দীপ। তাও একবার সোজা হয়ে, আর একবার উল্টো হয়ে। ইনস্টাগ্রামে এই ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকেই আপলোড করেছেন সন্দীপ। মুহূর্তেই তা ভাইরাল হয়েছে।


 






ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জলের নীচে রাখা রয়েছে একটি বিলিয়ার্ড টেবিল। তার উপরেই প্রথমে বেশ সাবলীল ভাবে মুনওয়াক করেছেন ওই যুবক। তারপরই ফ্লিপ করে একদম উল্টে গিয়েছেন। অর্থাৎ পা উপরে, মাথা নীচে। পায়ের নীচে রয়েছে জল। সেই অবস্থাতেও দিব্যি মুনওয়াক করেছেন সন্দীপ। আর এই নাচের সময় জলের নীচে কোনও অক্সিজেন সিলিন্ডারের সাহায্য নেননি তিনি।


ভারতের হাইড্রোম্যান সন্দীপ গোহিলের এই ভিডিও গত ৮ সেপ্টেম্বর শেয়ার হয়েছে ইনস্টাগ্রামে। ইতিমধ্যেই ৮ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই ভাইরাল ভিডিওর। পপ দুনিয়ার বাদশা মাইকেল জ্যাকসনের মুনওয়াক সন্দীপ যেভাবে জলের তলায় করে দেখিয়েছেন, তা দেখে মুগ্ধ নেটিজেনরা। সকলেই যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। একবাক্যে তারিফ করেছেন সন্দীপের নাচের। এই প্রথম নয়, এর আগেও জলের তলায় পারফর্ম করেছেন সন্দীপ। সেই সময়েও প্রশংসা পেয়েছেন নেটিজেনদের।


আরও পড়ুন- ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটে সিনেমা দেখছে দুই শিম্পাঞ্জি ভাই! ভাইরাল মজার ভিডিও