মুম্বই: প্রায় ৫ বছর আগে শুরু হয়েছিল ছবির শ্যুটিং। ইতিমধ্যে করোনা ও বিভিন্ন কারণে বারে বারে বাধা এসেছে, পিছিয়ে গিয়েছে শ্যুটিং। অবশেষে শেষ হল রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) অভিনীত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করে সেই খবর জানালেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, রণবীর ও আলিয়া।
শেষ 'ব্রহ্মাস্ত্র'-র শ্যুটিং
আজ সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নেন অয়ন (Ayan Mukerji)। সেখানে একই ফ্রেমে দেখা যায় রণবীর ও আলিয়াকে। পাশে দাঁড়িয়ে রয়েছেন খোদ অয়নও। তিনজনের গলাতেই ফুলের মালা, কপালে তিলক। যেন কোনও মন্দির থেকে পুজো দিয়ে ফিরেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে অয়ন লিখেছেন, 'অবশেষে ছবির শ্যুটিং শেষ হল। প্রায় ৫ বছর আগে আমরা ব্রহ্মাস্ত্রের প্রথম শট নিয়েছিলাম। আর আজ শেষ শটটি নিলাম। এই যাত্রাটা অনবদ্য, চ্যালেঞ্জিং ও জীবনে একবারই হওয়ার মত ঘটনা।'
সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট রিল ভাগ করে নিয়েছেন আলিয়াও। সেখানে দেখা যাচ্ছে, বেনারসের ঘাটে একটি নৌকায় রয়েছে সবাই। ক্যাপশানে আলিয়া লিখেছেন, '২০১৮ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এই ছবিটার শ্যুটিং করছিলাম। অবশেষে ব্রহ্মাস্ত্র ছবির প্রথম পর্বের শ্যুটিং শেষ হল। এই শ্যুটিং শেষ কথাটা বলার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম।'
আরও পড়ুন: 'সুযোগ পেলে অমিতাভ বচ্চন আর নাসিরজীর সঙ্গে অভিনয় করতে চাই'
'ব্রহ্মাস্ত্র' ছবির নির্মাতারা সম্প্রতি ছবিতে আলিয়া ভট্টের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন। তাঁর ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে আলিয়া লেখেন, 'ভালবাসা এবং আলো।' আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদান পোস্টটিতে 'সুপার' লিখে বেশ কয়েকটি ইমোজি দিয়ে কমেন্টও করেছিলেন।
রণবীর ও আলিয়া অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর। ছবিতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি ও মৌনী রায়ও।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">