নয়াদিল্লি: বহুপ্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) অবশেষে মুক্তি পেয়েছে। অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত, রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। বিশাল বাজেটের এই ছবি কেমন ব্যবসা করল দ্বিতীয় দিনে (Second Day Box Office Collection)? প্রথম দিন বেশ সাফল্যের সঙ্গে উতরে গেছে 'ব্রহ্মাস্ত্র'।
দ্বিতীয় দিনে 'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন
প্রথম দিন বিশ্বজুড়ে বক্স অফিসে 'ব্রহ্মাস্ত্র' ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার এই ছবির ব্যবসা বাড়ল ১৫ শতাংশ। আলিয়া, রণবীর ও অমিতাভ বচ্চনের এই ছবির হিন্দি সংস্করণ দ্বিতীয় দিনে ৩৫.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। দুই দিনে হিন্দি থেকেই মোট ৬৬.৫০ কোটি টাকার ব্যবসা করল এই ছবি। প্রথম দিন 'ব্রহ্মাস্ত্র' হিন্দিতে ব্যবসা করে ৩১ কোটির ও অন্যান্য ভাষায় ব্যবসা করেছিল ৪.৫ কোটি টাকার। এই পরিমাণ ব্যবসা বক্স অফিস ইন্ডিয়ার মতে, অরিজিনাল হিন্দি ছবির ইতিহাসে নন-হলিডের দিনে সর্বোচ্চ।
ছবিতে নাগার্জুন, শাহরুখ খান ও মৌনি রায়কেও দেখা যাবে। পরিচালক অয়ন মুখোপাধ্যায় দ্বিতীয় দিনের শেষেও তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবির আয় নিয়ে। সেই পোস্ট অনুযায়ী, ছবিটি গোটা বিশ্বে ১৬০ কোটি টাকার ব্যবসা করেছে। ক্যাপশনে তিনি লেখেন, 'ব্রহ্মাস্ত্র ২ দিনের বক্স অফিস। এই পৃথিবীর ভালবাসার থেকে বড় কোনও ব্রহ্মাস্ত্র নেই। আমাদের প্রত্যেক দর্শককে ধন্যবাদ প্রেক্ষাগৃহে এই সপ্তাহান্তে ভালবাসা ও আলো ছড়িয়ে দেওয়ার জন্য।' তাঁর পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছা উপচে পড়ে।
প্রথম দিনের শেষেও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ব্যবসার পরিমাণ পোস্ট করে জানান তিনি। প্রসঙ্গত প্রায় ৫ বছর ধরে তৈরি এই ছবি মুক্তি পেয়েছে ৯ সেপ্টেম্বর।