মুম্বই: গত প্রায় পাঁচ বছর ধরে শ্যুটিং চলছিল 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবির। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) এই ছবিকে ঘিরে নির্মাতা থেকে দর্শকদের প্রত্যাশা অনেক। এর আরও একটা বড় কারণ, 'ব্রহ্মাস্ত্র' ছবি দিয়েই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্টকে (Alia Bhatt)। ইতিমধ্যেই তাঁরা ব্যক্তিগত জীবনে জুটি বেঁধেছেন। কিন্তু পর্দায় তাঁদের এখনও পর্যন্ত একসঙ্গে ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। এই ছবি দিয়েই রিল লাইফের রসায়ন দেখা যাবে রণবীর-আলিয়ার। আর আজ 'ব্রহ্মাস্ত্র' ছবির টিজার মুক্তি পেল। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাছে আজ একটি বিশেষ দিন। সেই উপলক্ষেই প্রকাশ্যে আনলেন তাঁর বহু প্রতীক্ষিত ছবির টিজার।
'ব্রহ্মাস্ত্র' ছবির টিজার-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, ২০১৭ সাল থেকে শ্যুটিং চলছে 'ব্রহ্মাস্ত্র' ছবির। ইতিমধ্যেই এই ছবির নানা মোশন পোস্টার এবং 'কেশরিয়া' গানের কিছু ঝলক প্রকাশ্যে এসেছে। আজ নেট দুনিয়ায় মুক্তি পেল 'ব্রহ্মাস্ত্র' ছবির টিজার। যাতে রণবীর কপূর এবং আলিয়া ভট্টের পাশাপাশি অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং বাঙালি অভিনেত্রী মৌনী রায়ের লুক প্রকাশ্যে এসেছে। 'ব্রহ্মাস্ত্র' ছবির সমস্ত তারকাই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টিজার শেয়ার করেছেন। টিজার প্রকাশের দিনই জানা গেল 'ব্রহ্মাস্ত্র' ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী ১৫ জুন। তার সঙ্গে জানা গিয়েছে, ঠিক ১০০ দিন পর মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন - Tollywood Celebrity Updates: এ কী কাণ্ড! মিমি-ঐন্দ্রিলার সামনেই একে অপরকে চুম্বন অঙ্কুশ-ওমের!
'ব্রহ্মাস্ত্র' ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। এই ছবি প্রযোজনা করছে স্টার স্টুডিওস, ধর্মা প্রোডাকশনস, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্স। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনী রায়। প্রসঙ্গত, তাবড় সমস্ত তারকাদের মাঝে 'ব্রহ্মাস্ত্র' ছবির টিজারে নজর কাড়লেন মৌনী রায়।