কলকাতা: প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই এই ছবি রেকর্ড ব্যবসা করেছে। করোনা পরবর্তী সময়েও যে কোনও ছবি দিনের পর দিন হল ভরাতে পারে, তা প্রমাণ করে দিয়েছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji)। রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'ব্রহ্মাস্ত্র' (Bramhastra)। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'।
ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। আগামী মাস অর্থাৎ নভেম্বরের ৪ তারিখ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। ৯ সেপ্টেম্বরে মুক্তির পর থেকে বক্স অফিসে রাজত্ব করছে অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'।
একাধিক ছুটির দিন, একের পর এক উৎসব আর কমে যাওয়া টিকিটের দাম, সব মিলিয়ে 'ব্রহ্মাস্ত্র'ই বেশিরভাগ দর্শকের জন্য হলে দেখার প্রথম পছন্দ হয়ে ওঠে। পূর্ব পরিকল্পিত তিন পর্বের 'অস্ত্রভার্স' সিরিজের প্রথম ছবি এটি, 'পার্ট ওয়ান: শিবা'। বিদেশের 'মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স'-এর মতো এক ব্রহ্মাণ্ডের গল্প বলবে এই 'অস্ত্রভার্স' যেখানে মূল বিষয়বস্তু 'অস্ত্র'।
আরও পড়ুন: Adipurush: জন্মদিনে নায়ক প্রভাসকে বিশেষ উপহার টিম 'আদিপুরুষ'-এর
'ব্রহ্মাস্ত্র'-এর প্রথম ছবিতেই প্রায় ৮ থেকে ৯টি অস্ত্রের সূচনা করা হয়েছে। প্রথম ছবির শেষে বাকি গুরুত্বপূর্ণ অস্ত্রের বিস্তারিত বিশ্লেষণ ও নেপথ্য গল্পের অপেক্ষায় এখন দর্শক। দ্বিতীয় পর্বের নাম 'পার্ট টু: দেব'। প্রথম ছবির শেষেই সেই নাম ঘোষণা করা হয়।