রুমা পাল, কলকাতা: নতুন বছরে পাতা খুলল নতুন অভিধানের। করোনা পর্বের ধাক্কা কাটিয়ে ব্রাত্য বসু পরিচালিত ছবি ‘ডিকশনারি’র প্রিমিয়ার হল। কোয়েস্ট মলের আইনক্সে দর্শকদের সামনে আত্মপ্রকাশ করল সম্পর্কের অজানা অভিধান।
সামনে বিধানসভা ভোট। তার আগে দর্শকের দরবারে পরীক্ষায় বসলেন তৃণমূলের এক বিধায়ক এবং এক সাংসদ। রাজনীতিক হিসেবে নন! একজন পরিচালক এবং একজন অভিনেতা হিসেবে।
প্রায় ১০ বছর পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তৈরি করলেন বাংলা ছবি। বুদ্ধদেব গুহর দুটি ছোটগল্প অবলম্বনে ব্রাত্য বসু পরিচালিত ছবি ‘ডিকশনারি’। বৃহস্পতিবার কোয়েস্ট মলের আইনক্সে আয়োজিত হয়েছিল প্রিমিয়ার। ব্রাত্য বসু বলেন, ‘১০ বছর পর কাজে হাত দিই। করোনার জন্য দেরি হল।’
বুদ্ধদেব গুহর ‘স্বামী হওয়া’ গল্পে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও নুসরত জাহান। অভিনেত্রী নুসরত জাহান বলেছেন, ‘পলিটিসিয়ান হিসেবে এক রকম পারফর্ম করি, অভিনেতা হিসেবে আরেক রকম। দুটোতেই হানড্রেড পারসেন্ট এফর্ট থাকে। স্মিতার মতো চরিত্র আগে করিনি। মফস্বলের মেয়ে, রেসপন্সিবল এত ডেপথ মনে হয় ডুব দিলে হারিয়ে যাবে।’
‘বাবা হওয়া’ গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম। অভিনেতা মোশারফ করিম বলেছেন, ‘মকরক্রান্তি চ্যাটার্জি, সেল্ফমেড ম্যান। শূন্য থেকে উঠে আসা মানুষ। ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন, তা নিয়ে দ্বন্দ্ব।’
পরিচালক থেকে কলাকুশলী সবার প্রত্যাশা, সম্পর্কের নতুন পথ দেখিয়ে ‘ডিকশনারি’ বাংলা ছবির দর্শককে আবার হলমুখী করুক।