মুম্বই: প্রয়াত হলেন রণধীর ও ঋষি কাপুরের ভাই রাজীব কাপুর। মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৫৮।


কয়েকমাস আগেই প্রয়াত হয়েছিল ঋষি কাপুর। বাবাকে হারানোর কয়েক মাসের মধ্যেই এবার কাকাকে হারালেন রণবীর কাপুর। 'রাম তেরি গঙ্গা ম্যায়লি', 'লাভার বয়', 'আসমান','হ্যাম তো চলে পরদেস'-র মতো সিনেমাতে অভিনয় করেছিলেন রাজীব কাপুর। অভিনেতার পাশাপাশি প্রডিউসার হিসেবে অনেক সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।


ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর রাজীবের আত্মার শান্তি কামনা করেছেন সোশ্যাল মিডিয়ায়। এদিন রাজীবের চেম্বুরের বাড়িতে  যান করিশ্মা কাপুর, করিনা কাপুর খান ও তাদের মা ববিতা কাপুর। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তুষার কাপুরও। তিনি লেখেন, 'রাজীব কাপুরের প্রয়াণে গভীরভাবে শোকাহত। ওঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারকে সমবেদনা জানাই।'



অভিনেতা রণধীর কাপুর সাংবাদিকদের জানিয়েছেন, তিনি তাঁর ছোট ভাইকে হারিয়েছেন। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও রাজীবকে বাঁচাতে পারেননি। কাপুর পরিবারের অনেকেই ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। দেহ কখন ছাড়া হবে তা এখনও জানা যায়নি।


১৯৬২ সালের ২৫ আগস্ট জন্ম রাজীব কাপুরের। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবি দিয়ে আত্মপ্রকাশ বলিউডে। কিন্তু পরিচিতি পান রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিতে। এরপর ‘আসমান’, ‘লাভার বয়’, ‘হাম তো চলে পরদেশ’-র মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর। অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনা ও পরিচালনাও করেছেন তিনি। ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘প্রেম গ্রন্থ’ পরিচালনা করেন রাজীব কাপুর। যদিও সেই ছবি বক্স অফিসে সাফল্য পায়নি।


১৯৯৯ সালে তাঁর প্রযোজিত শেষ ছবি ‘আ অব লট চলে’। এরপর আর কোনও ছবি পরিচালনা বা প্রযোজনা করেননি রাজীব কাপুর।  চলতি বছরেই আবারও কামব্যাক করার কথা ছিল অভিনেতার। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘টুলসাইডস জুনিয়র’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করার কথা ছিল তাঁর। মাত্র ৫৮ বছর বয়সে রাজীবের আচমকা প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।