মুম্বই : সদ্যই মুক্তি পেয়েছে অর্জুন কপূর, সেফ আলি খানের নতুন ছবি 'ভূত পুলিশ' (Bhoot Police)। ছবিতে এই দুই তারকা ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং ইয়ামি গৌতমও (Yami Goutam)। অভিনেতারা যে শুধুই পেশাগত ক্ষেত্র বজায় রাখেন না, অভিনেতাদের মধ্যেও বন্ধুত্ব থাকে, তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দিলেন অর্জুন কপূর (Arjun Kapoor)।
আরও পড়ুন - Sri Lankan Viral Song: 'মানিকে মাগে হিঠে' গানে দুলছে আসমুদ্র হিমাচল, কতটা প্রভাবিত বলিউড তারকারা?
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোটে নবাব সেফ আলি খানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন 'টু স্টেটস' অভিনেতা অর্জুন কপূর। পাশাপাশি ক্যাপশনে অভিনেতা লিখেছেন, 'নবাব সাহেবের সঙ্গে মজা করা কখনও শেষ হয় না। ব্রাদার্স বিফোর আদার্স'। অভিনেতার পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সেফ আলি খানের সঙ্গে চুটিয়ে মজা করছেন তিনি। দুই অভিনেতার কাজের ফাঁকে ফাঁকে মজা করার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের বেশ আনন্দ দিয়েছে। তারাও কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন মজাদার সমস্ত কমেন্ট করে।
এখানেই শেষ নয়। ভিডিওতে দুই অভিনেতা একই ধরনের পোশাকও পরেছেন। দুজনকেই কালো লেদার জ্যাকেট এবং সাদা টি শার্ট পরে দেখা যাচ্ছে। এবং দুই অভিনেতা একে অপরের সঙ্গে মজার বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছে ভিডিওটিতে।
প্রসঙ্গত, ডিজনি প্লাস হটস্টারে গত ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'ভূত পুলিশ'। যদিও শোনা গিয়েছিল আগামি ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। কিন্তু কোনও কারণবশত নির্মাতারা ছবিটি এক সপ্তাহ আগেই মুক্তির সিদ্ধান্ত নেন। পরিচালক পবন কৃপালিনী এই হরর কমেডি ইতিমধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন রমেশ তৌরানি এবং অক্ষয় পুরি।