গাঁধীনগর : গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেল। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকালই তিনি শপথ নেবেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্য বিজেপির প্রধান সি আর পাতিল। এর পর থেকেই চর্চায় উঠে এসেছে গুজরাতের হবু মুখ্যমন্ত্রী। জেনে নেওয়া যাক কে এই ভূপেন্দ্র পটেল।
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পটেলের বিশ্বস্ত রাজনীতিক এই ভূপেন্দ্র পটেল। ঘাটলোদিয়া আসন থেকে ২০১৭ সালে ভোটে দাঁড়িয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। কংগ্রেস প্রার্থী শশীকান্ত পটেলকে ১ লক্ষর বেশি ভোটে হারিয়েছিলেন তিনি।
অতীতে আমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন ভূপেন্দ্র পটেল। এছাড়া আমেদাবাদ পুর নিগমের স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে ছিলেন তিনি। আমেদাবাদ সরকারি পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তাঁর। ২০১৭-র ভোটে দাঁড়ানোর সময় সম্পত্তির পরিমাণ ৫ কোটি টাকা বেশি বলে কমিশনকে জানিয়েছিলেন তিনি।
পটেল বা পতিদার সম্প্রদায়ের প্রতিনিধি ভূপেন্দ্র। গুজরাতে আগামী বছরের বিধানসভা ভোটের আগে যে সম্প্রদায়কে তুষ্ট রাখতে চাইছে বিজেপি। সেদিকে লক্ষ্য রেখেই এই মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র পটেলের নাম ঘোষণায় অনেকেই অবাক হয়েছেন। কারণ, বিজয় রূপানির ইস্তফার পর যে নামগুলি জল্পনার মধ্যে ছিল তাতে ছিলেন না ভূপেন্দ্র।
উল্লেখ্য, গুজরাতে অপ্রত্যাশিত রাজনৈতিক ঘটনাক্রমে শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে হঠাৎই ইস্তফা দেন বিজয় রূপানি। গতকাল তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন রাজ্যপাল দেবব্রত আচার্যর কাছে। ইস্তফা দেওয়ার পর বিজয় রূপানি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওযার জন্য তিনি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছেন।
রূপানি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ২০১৬-র ৭ অগাস্ট। ২০১৭-র বিধানসভা নির্বাচনে তিনি রাজকোট পশ্চিম আসন থেকে কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাজ্যগুরুকে হারিয়েছিলেন। ২০১৭-র ২২ ডিসেম্বর বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি।