কলকাতা: পর্দায় ফের ব্যোমকেশের রহস্য উন্মোচনের গল্প, ১১ অগাস্ট আসছে 'ব্যোমকেশ হত্যামঞ্চ'। আজ মুক্তি পেল এই ছবি অফিশিয়াল পোস্টার। ছবির অগ্রভাগে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), সুহত্র মুখোপাধ্যায় (Suhatra Mukherjee), পাওলি দাম (Paoli Dam), অর্ণ মুখোপাধ্যায় (Arno Mukherjee) ও অন্যান্যরা।
ব্যোমকেশ হত্যামঞ্চ অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প। ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ। এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'। এই গল্প তৈরি হয়েছে 'বিশুপাল বধ' উপন্যাসের আদলে। তবে বইতে 'বিশুপাল বধ' উপন্যাসটি ছিল অসমাপ্ত। কিন্তু পর্দায় এই গল্প সম্পূর্ণই থাকবে।
আরও পড়ুন: Bony Sengupta Exclusive: 'শ্যুটিং ফ্লোরেই কৌশানীর সঙ্গে প্রেম, ব্যক্তিগত সময় পাচ্ছি কই!'
ছবি প্রসঙ্গে অরিন্দম শীল বলছেন, 'এসভিএফ এবং ক্যামেলিয়ার মতো দুটো বড় প্রযোজনা সংস্থা একসঙ্গে এগিয়ে এসেছে এই ছবির জন্য। সেটাই ব্যোমকেশের মতো বড় প্রেক্ষাপটের ছবিকে প্রোডাকশনে রূপায়িত করতে সাহায্য করে।'