কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' (Byomkesh o Durgo Rohosshyo)। তাই জোরকদমে চলছে এই ছবির প্রচার। এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে সেন্সরবোর্ডের (Censor Board) U/A সার্টিফিকেট পেয়েছে এই ছবি। দেব (Dev) নিজেই ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্য়মে প্রকাশ্য়ে এনেছেন এই খবর।



প্রসঙ্গত, কদিন আগেই প্রকাশ্য়ে এসেছে বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta)। পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র (Byomkesh o Durgo Rohosshyo) ট্রেলার। দেবের  (Dev) পাশাপাশি এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini maitra) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)। 


দু মিনিট এগারো সেকেন্ডের ট্রেলার জুড়ে রয়েছে টান টান রহস্য়। আলো-অন্ধকারময় দুর্গে হয়ে চলা হত্য়ার সমাধানে পৌঁছন ব্য়োমকেশ। তারপর কী ঘটে তা দেখা যাবে ১১ অগাস্ট বড়পর্দায়। তবে ট্রেলারে ব্য়োমকেশ রূপী দেব (Dev)  সত্য়বতী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনয়ের কোলাজ নজর কেড়েছে আলাদা করে।


আরও পড়ুন...


সিরিজ দেখার নেশায় উড়েছে রাতের ঘুম? বিঞ্জ ওয়াচিংয়ের প্রতি আসক্তি কমাতে কী কী করতে পারেন, রইল তালিকা


উল্লেখ্য়, এর আগে একাধিকবার ব্যোমকেশের সেট থেকে ছবি ভাগ করে নিয়েছিলেন দেব (Dev)। ভাগ করে নিয়েছিলেন সত্যবতী বেশে রুক্মিণী আর অজিতের বেশে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-র ছবিও। তবে স্পষ্ট ছিল না তাঁদের সাজ। শ্যুটিং শেষের তাও প্রকাশ্যে আনেন দেব (Dev)। তবে তা কিছুটা আবছা, ধোঁয়ায় ঢাকা। ঠিক গোয়েন্দা গল্পের মতোই রহস্যময়। 


 চারটি শিডিউলে শ্যুটিং হয়েছে বিভিন্ন জায়গায়। 


উল্লেখ্য়, মধ্যপ্রদেশের গড় কুণ্ডার দূর্গকে প্রথমেই পছন্দ হয়ে গিয়েছিল টিম ব্যোমকেশের। কিন্তু সেই দুর্গে শ্যুটিং করা ততটা সহজ ছিল না। দেব (Dev) বলছেন, '২০০ থেকে ২৫০টা সিঁড়ি ভেঙে রোজ দুর্গে উঠতে হত। ব্যাপারটা অভিনেতা অভিনেত্রীদের কাছে যতটা কঠিন ছিল, তার চেয়ে আরও কঠিন ছিল শ্যুটিংয়ের অন্যান্য কর্মীদের জন্য। ভারী ভারী জিনিস নিয়ে অতগুলো সিঁড়ি বেয়ে ওঠা সহজ ছিল না ক্রু-দের জন্য। এই গোটা আউটডোর শ্যুটিংটা ছিল ভীষণ কষ্টসাধ্য। তবে পরিচালক ও চিত্রগ্রাহকের ভীষণ ভাল বোঝাপড়া। আমাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি কাজ করতে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial