কলকাতা: প্রথমবার সত্যবতী রূপে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র ছবি প্রকাশ্যে আনলেন পর্দার ব্যোমকেশ, অভিনেতা দেব (Dev)। বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত 'ব্যোমকেশ-দূর্গরহস্য'-র শ্যুটিংয়ের তৃতীয় শিডিউল শেষ হল আজ। বোলপুর ও ঝাড়খণ্ডে চলছিল এই ছবির শ্যুটিং। আর সেখান থেকেই ছবি শেয়ার করলেন দেব।
সোশ্যাল মিডিয়ায় ২টি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সূর্যের সামনে দাঁড়িয়ে রুক্মিণী আর দেবের সাজ স্পষ্ট নয়। কেবল বোঝা যাচ্ছে রুক্মিণীর হাতের শাঁখা-পলা, লম্বা বিনুনি। অপর ছবিতে প্রায় গোটা টিমের ছবি রয়েছে। সেখানে ধুতি ও ফতুয়ায় দেখা গেল দেবকে।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি দুটি শেয়ার করে দেব বলেছেন, 'আমাদের তৃতীয় শিডিউল শেষ হল। এমন কিছু দৃশ্য দেখার জন্য তৈরি হোন, যা আগে কখনও দেখেননি। চতুর্থ শিডিউলের কাজ চলছে। আমাদের জন্য শুভকামনা করুন।'
সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ছবি শ্যুটিং থেকেই একটি ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করেছিলেন তিনি। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বোলপুর এই ৩ জায়গায় শ্যুটিং চলেছে বিরসা দাশগুপ্তের নতুন ছবির। আর সেই ছবির শ্যুটিংয়ের ফাঁকে ক্রিকেট খেলায় মজল টিম ব্যোমকেশ। ব্যাটিং করলেন দেব, উইকেট কিপিংয়ের দায়িত্বে রইলেন বিরসা। সোশ্যাল মিডিয়ায় দেবের এই ভিন্ন ভূমিকায় দেখে মজেছেন অনুরাগীরা।
রবীন্দ্রজয়ন্তীর দিন প্রকাশ্যে এসেছিল অজিত আর ব্যোমকেশের রসায়নের ছবি। সেই সঙ্গে ছবি মুক্তির দিন জানালেন খোদ পর্দার ব্যোমকেশই। সব ঠিক থাকলে, চলতি বছরেই ১১ অগাস্ট মুক্তি পাওয়ার কথা বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত এই ছবির।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' গল্প অনুয়াযী তৈরি হচ্ছে বিরসার এই ছবি। ব্যোমকেশের চরিত্রে রয়েছেন দেব। অজিতের ভূমিকায় দেখা যাবে অম্বরীশকে। রুক্মিণীকে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। নেতিবাচক ভূমিকায় দেখা যাবে সত্যমকে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও শ্যাডো ফিল্মসের যুগ্ম প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ব্যোমকেশ।
আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?
আরও পড়ুন: Hair care: চুলের যত্নে তেলের গুরুত্ব অপরিসীম, কীভাবে বাড়িতে বানাবেন এই তেল?