ধর্ষণের মতো জঘন্য অপরাধের একমাত্র শাস্তি লিঙ্গচ্ছেদ, মত দক্ষিণী অভিনেত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2016 01:52 PM (IST)
কোচি: মেয়েদের ওপর যৌননিগ্রহ, ধর্ষণের মতো জঘন্য অপরাধের একমাত্র শাস্তি পুরুষদের যৌনাঙ্গচ্ছেদ, মত দক্ষিণী অভিনেত্রী মীরা জসমিনের। তাঁর আসন্ন ছবি ‘পাথু কল্পনাকাল’-এর প্রচার অনুষ্ঠানে এসে ধর্ষকদের জন্য এমনই কঠিন শাস্তির দাবি করলেন দক্ষিণী অভিনেত্রী। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণী অভিনেতা অনুপ মেনন এবং এক দলিত মহিলার মা, যাঁকে দিন কয়েক আগে পেরুমবাভুরে ধর্ষণ করা হয়। অভিনেত্রীর আসন্ন ছবিও এক ধর্ষিতা মহিলার জীবনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। ছবির প্রচারে এসে অভিনেত্রী মন্তব্য করেন, একজন মহিলাকে যখন বিনা দোষে নিজের ইচ্ছের বিরুদ্ধে এই নিষ্ঠুরতার মধ্যে দিয়ে যেতে হয়, তখন তাঁর ওপর যে আক্রমণ চালাচ্ছে, তার শাস্তি আরও কঠিন হওয়া উচিত্, মত অভিনেত্রীর।