ক্যাট, দীপিকা না অনুষ্কা, স্ত্রী হিসেবে কে সবচেয়ে বেশি উপযুক্ত, রণবীরের উত্তর কী জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2016 10:31 AM (IST)
মুম্বই: প্রযোজক-পরিচালক কর্ণ জোহর সঞ্চালিত কফি উইথ কর্ণ এবার শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে। আজকের শোয়ে আসছেন বলিউডের এইমুহূর্তের অন্যতম দুই ব্যস্ত নায়ক, রণবীর সিংহ এবং রণবীর কপূর। বিভিন্ন কারণে, তাঁদের পর্ব যে জমে উঠবে তা বলাই বাহুল্য। এই পর্বে রণবীর সিংহের সামনে শোয়ের সঞ্চালক কর্ণ একাধিক প্রশ্ন রাখেন। সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁর বিচারে স্ত্রী হওয়ার জন্যে কোন নায়িকা সবচেয়ে বেশি উপযুক্ত। তাঁর সামনে তিনটে নাম রাখা হয়েছিল, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন এবং অনুষ্কা শর্মা। রণবীর একমুহূর্ত না ভেবে জানিয়ে দেন, বিয়ে করে বাড়ির বউ করার জন্যে সবচেয়ে উপযুক্ত দীপিকা। তবে প্রেম করার জন্যে তাঁর বেশি পছন্দ ক্যাটরিনা কাইফ, যদিও শোয়ে উপস্থিত অপর অতিথি রণবীর কপূরের প্রাক্তন প্রেমিকা ছিলেন তিনি। তবে রণবীরের পছন্দের তালিকায় সবচেয়ে নীচে রয়েছেন অনুষ্কা শর্মা। রণবীরের অভিযোগ সম্পর্কে থাকাকালীন কোনও কারণ ছাড়াই অনুষ্কা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।