কাশ্মীরে গরু ব্যবসায়ীর মৃত্যু, এফআইআর দায়ের, আক্রান্ত হয়েই গুলি, দাবি সেনার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2018 07:44 PM (IST)
NEXT
PREV
বানিহাল ও জম্মু: জম্মু ও কাশ্মীরের রামবনে সেনাবাহিনীর গুলিতে এক গরু ব্যবসায়ীর নিহত ও আরেকজনের জখম হওয়ার অভিযোগ উঠল। ঘটনায় জড়িত সন্দেহে সেনা জওয়ানদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও সেনাবাহিনীর দাবি, এলাকায় কয়েকজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে চ্যালেঞ্জ করে আক্রান্ত হওয়ার পরই গুলি চালায় জওয়ানরা।
এক পুলিশ অফিসার জানান, মহম্মদ রফিক গুজ্জর ও শাকিল আহমেদ নামে দুই যুবককে গুলি করার অভিযোগ উঠেছে ৫৮ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে। ভোর ৪টের সময় গুল এলাকার বাসিন্দা ওই দুজন কোহলি গ্রাম থেকে বেরচ্ছিলেন। গুলিতে গুজ্জরের ঘটনাস্থলেই মৃত্যু হয়, জখম আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্ত উদ্ধৃত করে পুলিশকর্তাটি জানান, দুজনেই গরু ব্যবসায়ী, ব্যবসা সংক্রান্ত ব্যাপারেই ওই গ্রামে এসেছিলেন।
রণবীর পেনাল কোডের ৩০২ (খুন) ও ৩০৭ (খুনের চেষ্টা) ধারা ও অস্ত্র আইনের নানা ধারায় সেনা জওয়ানদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
প্রতিরক্ষা বাহিনীর জনৈক মুখপত্র অবশ্য দাবি করেন, গুল তহসিলের কোহলি এলাকায় গোয়েন্দা সূত্রে পাওয়া সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সেনাবাহিনী অপারেশন শুরু করে। ভোর পৌনে চারটে নাগাদ কয়েকজনের সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে সেনা জওয়ানদের। প্রচলিত অভিযান পদ্ধতি অনুসারে তাদের চ্যালেঞ্জ করে তারা। সঙ্গে সঙ্গে ওই সন্দেহভাজন লোকজন সেনা দলের ওপর গুলি চালায়। তখনই পাল্টা গুলি করা তারা।
যদিও ঘটনাস্থল থেকে বা নিহত লোকটির কাছ থেকে কোনও অস্ত্র মেলেনি বলে জানান পুলিশকর্তাটি।
এদিকে একটি স্থানীয় সংগঠন ঘটনার নিন্দা করে বিচারবিভাগীয় তদন্ত চেয়েছে। তারা বলেছে, গোপালকের হত্যা ও আরেকজনের জখম হওয়া নিন্দাজনক ঘটনা, যার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। দোষীদের আইনানুসারে শাস্তি চেয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে ই মেল পাঠানো হয়েছে বলে তারা এক বিবৃতিতে জানিয়েছে।
বানিহাল ও জম্মু: জম্মু ও কাশ্মীরের রামবনে সেনাবাহিনীর গুলিতে এক গরু ব্যবসায়ীর নিহত ও আরেকজনের জখম হওয়ার অভিযোগ উঠল। ঘটনায় জড়িত সন্দেহে সেনা জওয়ানদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও সেনাবাহিনীর দাবি, এলাকায় কয়েকজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে চ্যালেঞ্জ করে আক্রান্ত হওয়ার পরই গুলি চালায় জওয়ানরা।
এক পুলিশ অফিসার জানান, মহম্মদ রফিক গুজ্জর ও শাকিল আহমেদ নামে দুই যুবককে গুলি করার অভিযোগ উঠেছে ৫৮ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে। ভোর ৪টের সময় গুল এলাকার বাসিন্দা ওই দুজন কোহলি গ্রাম থেকে বেরচ্ছিলেন। গুলিতে গুজ্জরের ঘটনাস্থলেই মৃত্যু হয়, জখম আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্ত উদ্ধৃত করে পুলিশকর্তাটি জানান, দুজনেই গরু ব্যবসায়ী, ব্যবসা সংক্রান্ত ব্যাপারেই ওই গ্রামে এসেছিলেন।
রণবীর পেনাল কোডের ৩০২ (খুন) ও ৩০৭ (খুনের চেষ্টা) ধারা ও অস্ত্র আইনের নানা ধারায় সেনা জওয়ানদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
প্রতিরক্ষা বাহিনীর জনৈক মুখপত্র অবশ্য দাবি করেন, গুল তহসিলের কোহলি এলাকায় গোয়েন্দা সূত্রে পাওয়া সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সেনাবাহিনী অপারেশন শুরু করে। ভোর পৌনে চারটে নাগাদ কয়েকজনের সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে সেনা জওয়ানদের। প্রচলিত অভিযান পদ্ধতি অনুসারে তাদের চ্যালেঞ্জ করে তারা। সঙ্গে সঙ্গে ওই সন্দেহভাজন লোকজন সেনা দলের ওপর গুলি চালায়। তখনই পাল্টা গুলি করা তারা।
যদিও ঘটনাস্থল থেকে বা নিহত লোকটির কাছ থেকে কোনও অস্ত্র মেলেনি বলে জানান পুলিশকর্তাটি।
এদিকে একটি স্থানীয় সংগঠন ঘটনার নিন্দা করে বিচারবিভাগীয় তদন্ত চেয়েছে। তারা বলেছে, গোপালকের হত্যা ও আরেকজনের জখম হওয়া নিন্দাজনক ঘটনা, যার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। দোষীদের আইনানুসারে শাস্তি চেয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে ই মেল পাঠানো হয়েছে বলে তারা এক বিবৃতিতে জানিয়েছে।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -