মুম্বই:গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখাণ্ডের সঙ্গে সম্পর্কের রেশ মন থেকে মুছেই ফেলেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। নতুন একটা ঘটনা দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে। সলমন খানের ৫১ তম জন্মদিনের পার্টিতে জীবনের নতুন প্রেম আসার ইঙ্গিত দিলেন সুশান্ত। পার্টিতে তাঁর সঙ্গে দেখা হয়ে যায় ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র সহ অভিনেত্রী কায়রা আডবাণীর সঙ্গে। কায়রাকে দেখেই কার্যত ঝাঁপিয়ে পড়েন সুশান্ত। সহ অভিনেতার এই ‘চুম্বন-আক্রমণে’ খুশিই হতে দেখা যায় কায়রাকে। সেই ছবি এখন তো ভাইরাল হয়ে গিয়েছে।
কায়রা এই ঘটনার চারটি ছবি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অনেকদিন পর দেখা হলে এমনটাই হবে????’
এর আগে একটি এন্টারটেনমেন্ট পোর্টাল কায়রাকে প্রশ্ন করেছিল, রণবীর কাপূর, সুশান্ত সিংহ ও বরুণ ধবনের মধ্যে কাকে তিনি মারতে চান, ঘোরাফেরা করতে চান ও বিয়ে করতে চান। এই প্রশ্নের জবাবে কায়রা বলেছিলেন, তিনি রণবীরকে মারতে চান, ঘোরাফেরা করতে চান বরুণের সঙ্গে আর বিয়ে করতে চান সুশান্তকে।