মুম্বই: শংসাপত্র পাওয়ার আবেদনপত্র অসম্পূর্ণ থাকায় নির্মাতাদের কাছে পদ্মাবতী ছবিটি ফেরত পাঠাল সেন্সর বোর্ড। এক আধিকারিক বলেছেন, ‘গত সপ্তাহে শংসাপত্রের আবেদন জানান পদ্মাবতীর নির্মাতারা। আমরা সব নথি খতিয়ে দেখেছি। নির্মাতাদের জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের আবেদন অসম্পূর্ণ। তাঁদের ত্রুটি সংশোধন করে ফের আবেদন জানাতে হবে। এরপর ফের আমরা সেটি খতিয়ে দেখব।’


সেন্সর বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিক অবশ্য পদ্মাবতীর শংসাপত্রের আবেদনে ঠিক কী ত্রুটি আছে, সেটা জানাতে চাননি। ছবিটি ১ ডিসেম্বরই মুক্তি পাবে কি না, সে বিষয়েও তিনি কিছু জানাতে রাজি হননি।

পদ্মাবতীর প্রযোজক সংস্থার সিওও অজিত আন্ধারে অবশ্য বলেছেন, ‘সিবিএফসি শংসাপত্রের আবেদনে ত্রুটি থাকার কথা জানিয়েছে। তবে সামান্য প্রযুক্তিগত সমস্যা আছে। সেন্সর বোর্ডের কর্তারা ছবিটি দেখতে চাইলে কোনও বাধা আসবে না।’ রাজনৈতিক চাপে ছবির মুক্তি আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে বলে যে খবর রটেছে, সেটাও অস্বীকার করেছেন আন্ধারে।