নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় বৃহস্পতিবার এফআইআর দায়ের করল সিবিআই যাতে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর বাবা-মা, ভাই সৌহিক আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। ফৌজদারি ষড়যন্ত্র, আত্মহত্যায় প্ররোচনা, অন্যায় ভাবে বাধা দেওয়া, জোর করে আটকে রাখা, চুরি, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, ফৌজদারি ভীতিপ্রদর্শনের সন্দেহে অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। বিহার সরকারের সুপারিশ মেনে কেন্দ্রের তরফে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের পরই কেন্দ্রীয় তদন্ত সংস্থার এই পদক্ষেপ।
সিবিআই আগে জানিয়েছিল, তারা বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে যারা সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর প্রাক্তন লিভ ইন পার্টনার ও তাঁর পরিবারের সদস্য়দের বিরুদ্ধে প্রথম এফআইআর রুজু করে।
সরকারি কর্তারা জানিয়েছেন, সিবিআইয়ের যে বিশেষ তদন্ত দল (সিট) এখন অগুস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি ও বিজয় মাল্যের বিরুদ্ধে জালিয়াতি মামলার তদন্ত করছে, তারাই সুশান্ত মামলার তদন্ত করবে।
মহারাষ্ট্র সরকারের প্রবল বিরোধিতার মধ্যেই সিবিআইয়ের হাতে জনপ্রিয় অভিনেতার মৃত্য়ুরহস্য উন্মোচনের ভার দেওয়া হল। মহারাষ্ট্রের দাবি, বিহারের আসন্ন বিধানসভা ভোট সহ রাজনৈতিক স্বার্থের কথা বিবেচনা করেই সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। মহারাষ্ট্রের যুক্তি, সুশান্তের মৃত্যু হয়েছে মুম্বইয়ে, তাই এই মামলায় বিহার সরকার বা পুলিশের কোনও আইনি এক্তিয়ারই নেই। কিন্তু সুশান্তের বাবা ও বিহার পুলিশ মহারাষ্ট্র পুলিশ প্রভাবশালীদের আড়াল করতে মামলা ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ তোলে। মুম্বই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্ট করা, তদন্ত বিপথে চালাতে হাতে আসা সূত্রকে ইচ্ছে করে উপেক্ষা করার অভিযোগও করেন তাঁরা। যদিও অভিযোগ প্রবল ভাবে অস্বীকার করে মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশ। ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তাঁর দেহ উদ্ধার হওয়ার পর থেকে মৃত্যুর তদন্ত করছিল মুম্বই পুলিশই।
সুশান্তের মর্মান্তিক পরিণতির পিছনে নানা তত্ত্ব আলোচনা হচ্ছে। তিনি বলিউডে স্বজনপোষণের সংস্কৃতিতে বীতশ্রদ্ধ হয়ে চরম পথ বেছে নিয়েছিলেন কিনা, তা নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনই তাঁর প্রাক্তন বান্ধবী তথা লিভ-ইন-পার্টনার রিয়া চক্রবর্তীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। সুশান্তের পরিবারের অভিযোগ, তাঁকে হেনস্থা করে আত্মহত্যায় ইন্ধন জোগানো, তাঁর টাকা নয়ছয় করা সহ নানা অপরাধ করেছেন রিয়া। তার মধ্যেই সিবিআইয়ের তদন্ত শুরু করতে চলেছে। রিয়াকে সুশান্ত মামলায় ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের ব্যাপারে জেরা করতে শুক্রবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টকেটও (ইডি)।
সুশান্ত মৃত্যু নিয়ে এফআইআর দায়ের সিবিআইয়ের, অভিযুক্ত হিসাবে নাম রিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2020 09:57 PM (IST)
সিবিআই আগে জানিয়েছিল, তারা বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে যারা সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর প্রাক্তন লিভ ইন পার্টনার ও তাঁর পরিবারের সদস্য়দের বিরুদ্ধে প্রথম এফআইআর রুজু করে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -