নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় এইমসের রিপোর্ট আসার পর ফের বাদানুবাদ শুরু হয়েছে। এরইমধ্যে মামলার তদন্তকারী সংস্থা সিবিআই বলেছে, অভিনেতার মৃত্যুর মামলায় তদন্ত চলছে এবং সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এইমসের মেডিক্যাল বোর্ড ৩৪ বছরের অভিনেতার খুনের আশঙ্কা খারিজ করে দিয়ে 'গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা'র ঘটনা বলে উল্লেখ করেছে। এইমসের ফরেন্সিক বিভাগের প্রধান চিকিৎসক সুধীর গুপ্তা গত শনিবার এ ব্যাপারে জানিয়েছিলেন।

সিবিআই-কে  তাদের এইমসের ছয় সদস্যের ফরেন্সিক চিকিৎসকদের দল তাদের রিপোর্টে জানিয়েছে, 'বিষ প্রয়োগ করে বা শ্বাসরুদ্ধ করে অভিনেতাকে খুনে'র আশঙ্কা খারিজ করে দেওয়া হয়েছে।  চিকিৎসক গুপ্তা জানিয়েছেন, সুশান্তর ভিসেরায় বিষ ও মাদক পদার্থের কোনও অংশ পাওয়া যায়নি।

এইমসের এই রিপোর্টের পর অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিংহ বলেছেন, সিবিআইয়ের কাছে জমা দেওয়া এইমসের রিপোর্ট নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। সিংহ বলেছেন, তদন্তকারী সংস্থার কাছে অনুরোধ যে এ ব্যাপারে নতুন করে ফরেন্সিক দল গঠন করা হোক।

সিংহর প্রশ্ন, এইমের দল মৃতদেহ ছাড়াই এমন চূড়ান্ত রিপোর্ট দিতে পারে। তাও আবার যখন তাঁদের কাছে শুধু মুম্বইয়ের কুপার হাসপাতালের এমন একটি ময়নাতদন্তের রিপোর্ট ছিল, যাতে সুশান্তের মৃত্যুর সময় পর্যন্ত উল্লেখ করা ছিল না।