কলকাতা: প্রাক্তন মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)-কে নিয়ে মামলায় নতুন মোড়। শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর পুত্র আরিয়ান খান (Aryaan Khan)-এর বয়ান রেকর্ড করতে চায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেসনের (Central Bureau of Investigation) তদন্তকারী দল।
ঘটনার সূত্রপাত, ২০২১ সালে। মাদক নেওয়ার অভিযোগে একটি প্রমোদতরণী থেকে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্রকে। আর তারপরে অভিযোগ, পাল্টা অভিযোগ.. ঘটনাবহুল দিন গিয়েছে। প্রমাণের অভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আরিয়ানকে। নিজের জীবনের পথও বেছে নিয়েছেন তিনি ইতিমধ্যেই। তবে এই ঘটনার পরে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল ওই অপারেশনের শীর্ষে থাকা অফিসার সমীর ওয়াংখেড়েকে। তাঁর নামে দায়ের করা হয়েছে এফআইআরও।
এফআইআরে সমীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, সমীর আরও দুই অফিসারের সঙ্গে পরিকল্পনা করে আরিয়ানকে জেল থেকে ছাড়ার জন্য প্রচুর টাকা ঘুষ চেয়েছিলেন শাহরুখের পরিবারের থেকে। প্রথমে শোনা গিয়েছিল, এই অঙ্কটি ছিল ১৫ কোটি। পরবর্তীকালে জানা যায়, আরিয়ান খান (Aryaan Khan)-কে জেল থেকে ছাড়ার জন্য, ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে ও তাঁর দুই অফিসার। সমীরের দুই সঙ্গী পি কে গোসাভি ও প্রভাকর সাইলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, গোসাভি নিয়েছিলেন ৫০ লাখ টাকা ও ইতিমধ্যেই তা তিনি ফেরত দিয়েছেন। এই মামলায় অপর অভিযুক্ত প্রভাকর সাইলির মৃত্যু হয়েছে ২ বছর আগেই।
আজ সদ্য পাওয়া রিপোর্ট অনুযায়ী, সমীরের ঘুষ নেওয়ার মামলায় শাহরুখ ও আরিয়ানের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। সেইসঙ্গে বয়ান রেকর্ড করা হবে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিরও। এই মামলায় আগেই সিবিআই শ্যাম ডি'সুজা (Sam D’Souza)-কে জেরা করেছে সিবিআই। সিবিআই মনে করে, সমীর ওয়াংখেড়ের এই ঘুষ নেওয়ার অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ ও এর সঠিক তদন্ত হওয়া দরকার।
এর আগে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন সমীর নিজেই। তিনি বলেছিলেন, 'আমি দেশভক্তির মাসুল গুনছি। কিন্তু আমি এর প্রতিবাদে আমৃত্যু লড়াই করে যাব। আমার পরিবারের সবাই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। তাঁদের অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। '
আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি
আরও পড়ুন:Europe Tour : বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...