চণ্ডীগড়: করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ। চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে (পিজিআই) করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কোনও খরচ লাগবে না। হাসপাতালে ভর্তি, শারীরিক পরীক্ষা, খাবার, শয্যা, আইসিইউ-তে থাকার জন্য এক টাকাও দিতে হবে না। এমনকী ওষুধও পাওয়া যাবে বিনামূল্যে।
পিজিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, ‘এখানে ভর্তি হওয়া থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার মতো খরচ হতে পারে। করোনা আক্রান্তদের কোনও খরচই দিতে হচ্ছে না। কখনও কখনও আমরা ৪০ হাজার টাকার ওষুধ বিনামূল্যে দিচ্ছি। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও সন্দেহজনক রোগী ওপিডি-তে দেখাতে এলে বা ভর্তি হলে, তাঁকে কোনও টাকা দিতে হবে না। তবে করোনা সন্দেহে কেউ ভর্তি হওয়ার পর যদি তাঁর রিপোর্ট নেগেটিভ আসে, সেক্ষেত্রে তাঁকে সাধারণ রোগী হিসেবে গণ্য করা হবে এবং তখন ভর্তি হওয়া এবং চিকিৎসার খরচ দিতে হবে।’
পিজিআই-এর নেহরু এক্সটেনশন হাসপাতালের অতিরিক্ত মেডিক্যাল সুপার বিপীন কৌশল জানিয়েছেন, ‘আমাদের ডিরেক্টর জানিয়েছেন, আর্থিক অবস্থা না দেখেই সব করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা বিনামূল্যে করতে হবে। এই ধরনের রোগীদের পিসিআর টেস্ট, সিটি স্ক্যান, এক্স-রে সহ বিভিন্ন ধরনের পরীক্ষা হয়। এখন করোনা আক্রান্তদের ভর্তি ও চিকিৎসার জন্য বিশেষ বিভাগ চালু করা হয়েছে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চণ্ডীগড়ের পিজিআই-তে করোনা আক্রান্তদের চিকিৎসা বিনামূল্যে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2020 09:16 AM (IST)
করোনা আক্রান্তদের ভর্তি ও চিকিৎসার জন্য বিশেষ বিভাগ চালু করা হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -