ফের অন্তঃসত্ত্বা সেলিনা জেটলি, এবারও আসছে যমজ সন্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 May 2017 04:03 PM (IST)
ফাইল চিত্র
মু্ম্বই: ফের অন্তঃসত্ত্বা সেলিনা জেটলি। জানা গিয়েছে এবারও যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। এবছর অক্টোবরে ডেলিভারি ডেট দিয়েছেন চিকিত্সকরা। এর মধ্যেই ৩৫ বছর বয়সি সেলিনার দুটি যমজ পুত্র সন্তান রয়েছে। তাদের বয়স পাঁচ বছর। এই মুহূর্তে দ্বিতীয় ট্রিমেস্টারে পা দিয়েছেন সেলিনা। সেলিনা জানিয়েছেন, প্রথমে তাঁর স্বামী এবং তিনি যখন জানতে পারেন ফের যমজ সন্তানের জন্ম হবে, তাঁরা ঘাবড়ে যান। দুবাই থেকে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে এই কথা জানিয়েছেন সেলিনা। তারপরই সেলিনা এবং তাঁর হোটেল ব্যবসায়ী স্বামী পিটার হ্যাগ এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। তাঁরা মনে করেন, ভগবান কয়েকজনকেই এই বিশেষ সুযোগ দেন, এবং তাঁরা বাবা-মা হিসেবে সফলভাবেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। সেলিনা জানিয়েছেন, তাঁর স্বামীও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁকে অনেক বেশী সময় দিচ্ছেন। অল্প কয়েকদিনের মধ্যেই একটি অ্যাডের শ্যুটের কাজের জন্যে ভারতে আসবেন সেলিনা। এছাড়া একটি বইও লিখছেন। আগামী বছরই সেটা প্রকাশ করা হবে।