মুম্বই: স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার বলেই ধারণা ছিল অনুরাগীদের। তাঁদের সেই ধারণা ভেঙে চুরমার করে দিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। জানালেন, স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করলেন তিনি। স্বামীর কাছ থেকে ৫০ কোটি টাকাও দাবি করেছেন তিনি। স্বামীর জন্য হওয়া অর্থনৈতিক ক্ষতিবাবদই ওই টাকা দাবি করেছেন সেলিনা। (Celina Jaitly)
সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বলি-নায়িকা, তার পর সটান বিদেশে সংসার পাতা, সেলিনার কাহিনি একরকমের রূপকথা বলেই ধারণা ছিল তাঁর অনুরাগীদের। কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গের সঙ্গে বাস্তব জীবনের যে ফারাক রয়েছে, আবারও তা বুঝিয়ে দিলেন সেলিনা। তাঁর জীবনের ঝড়ঝাপটা এবার সামনে চলে এল। (Bollywood News)
২০১০ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটারকে বিয়ে করেন সেলিনা। তাঁদের তিন সন্তানও রয়েছে, উইনস্টন, বিরাজ, আর্চার। গত ২১ নভেম্বর মুম্বই কোর্টে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছেন সেলিনা। সেই মর্মে তাঁর স্বামীকে নোটিসও পাঠানো হয়েছে।
সেলিনার দাবি, তাঁর স্বামী ‘নার্সিসিস্ট’, ‘আত্মমগ্ন’। স্ত্রী ও সন্তানদের প্রতি কোনও সহমর্মিতা নেই। স্বামীর হাতে সবধরনের হিংসার শিকার হয়েছেন তিনি, মানসিক, শারীরিক, যৌন, মৌখিক। অস্ট্রিয়ার বাড়ি ছেড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।
সেলিনার হয়ে মামলা লড়ছে Karanjawala & Co. স্বামীর কাছ থেকে মাসে ১০ লক্ষ টাকা খোরপোশ চেয়েছেন সেলিনা। পাশাপাশি, মুম্বইয়ে তাঁর বাড়ির ধারেকাছেও যেন না ঘেষেঁন স্বামী, আদালতকে সেই মর্মে নির্দেশ দিতে আবেদন জানিয়েছেন। তিন সন্তানকেই নিজের কাছে রাখতেচ চান সেলিনা, যারা এই মুহূর্তে অস্ট্রিয়ায় পিটারের সঙ্গে রয়েছে।
সেলিনার দাবি, সন্তান হওয়ার পর তাঁকে কাজে ফিরতে বাধা দেন স্বামী। কাকুতি মিনতি করে ছোটখাটো কাজ করার অনুমতি পেতে হতো। তাঁর অর্থনৈতিক স্বাধীনতা, আত্মমর্যাদা হরণ করা হয়েছে। এবছর অগাস্ট মাসে অস্ট্রিয়ার আদালতে পিটারও বিবাহবিচ্ছেদের মামলা করেছেন।
যদিও এতদূর জল গড়াল কী করে বুঝতে পারছেন না সেলিনার অনুরাগীরা। কারণ গত বছরও বিবাহবার্ষিকীতে স্বামীর জন্য আবেগঘন বার্তা পোস্ট করেন তিনি। লেখেন, ‘১৪ বছর আগে আট ঘণ্টার জন্য মুম্বই উড়ে আসে পিটার আমার মা-বাবার সঙ্গে দেখা করতে। পর দিনই মিটিং ছিল ওর। আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার অনুমতি চায়। রাতে ফিরে যাওয়ার আগে বিয়ের প্রস্তাব দেয় আমাকে…এই ১৪ বঠরে অনেক ওঠাপড়া দেখেছি আমরা, একসঙ্গে মোকাবিলা করেছি’।
সেলিনাকে নিয়ে উদ্বেগও প্রকাশ করছেন তাঁর অনুরাগীরা। কারণ আগে থেকেই আইনি ঝামেলায় জড়িয়ে তিনি। তাঁর ভাইকে বেআইনি ভাবে সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে রাখার অভিযোগ। সেলিনার ভাই ভারতীয় কর্মরত ছিলেন। তাঁদের বাবাও ছিলেন সেনার আধিকারিক ।