বাংলাদেশ: ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবি। তার পরেও ব্লকবাস্টার 'অ্যানিম্যাল' (Animal Movie)। রণবীর কপূরই হোক বা ববি দেওল, বছর শেষের আমেজে অ্যানিম্যালেই মজেছেন দর্শক। যদিও এই ছবির বেশ কিছু অংশেই হিংসা, রক্তপাত, যৌনতার প্রদর্শন রয়েছে, এ নিয়ে সমালোচনাও কম হয়নি। তবু সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ছবিতে একটি 'শক ভ্যালু' রাখতে চেয়েছেন বলেই মনে করছেন সমালোচকেরা। আর এই হিংসা, যৌনতা, ঘনিষ্ঠ দৃশ্য সব মিলিয়ে ভারতে ছাড়পত্র পেলেও বাংলাদেশে এবার সেন্সরের কোপে পড়ল 'অ্যানিম্যাল'। প্রাপ্তবয়স্কদের জন্য ঘোষিত হওয়ার পরেও কেন চলল সেন্সরের কাঁচি?


ভারতে হৈ হৈ করে সমস্ত প্রেক্ষাগৃহে চলছে রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal Movie)। কিন্তু বাংলাদেশে যে ভার্সনটি দেখানো হচ্ছে প্রেক্ষাগৃহে, সেখানে বাদ পড়েছে প্রায় ২৭ মিনিটের অংশ। সূত্রের খবর, বাংলাদেশের ফিল্ম সেন্সর বোর্ড এই ছবির 'আপত্তিকর' অংশ বাদ না দিয়ে প্রেক্ষাগৃহে চালাতে অসম্মত হয়। এই শর্ত ছবি নির্মাতারাও স্বীকার করে নেওয়ার পর সমগ্র ছবি থেকে মোট ২৭ মিনিটের অংশ বাদ পড়ে বাংলাদেশের সেন্সরের কোপে। 'অ্যাডাল্ট সিন' হিসেবেই বাদ যায় সেই অংশগুলি। ফলে মূল ছবির সময়সীমা বাংলাদেশে দাঁড়ায় ২ ঘন্টা ৫৬ মিনিট। তবে এই দৃশ্য বাদ পড়ায় মোটেও খুশি নন বাংলাদেশের দর্শক, তাদের অনেকেরই মতে এই ছবির আবেদন এতে ক্ষুণ্ণ হয়েছে। যদিও এই ছবি ভারতে ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল, বাংলাদেশে তা মুক্তি পায় ৭ ডিসেম্বর। তবে শাহরুখ খানের 'ডাঙ্কি' যদিও অন্যান্য জায়গার মত বাংলাদেশেও একই দিনে মুক্তি পেয়েছিল। বলা বাহুল্য বাংলাদেশে শাহরুখ খানের প্রথম ছবি দেখানো হয় 'পাঠান'।


১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল' ('Animal' Movie)। রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত এই ছবি বক্স অফিসে এখনও ঝোড়ো ব্যাটিং করে চলেছে। মুক্তির ১৬ দিনের মাথায় গোটা বিশ্বে আয়ের নিরিখে ৮১৭.৩৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) ছবি। এখন এই পরিসংখ্যান ছাড়িয়েছে সাড়ে ৮০০ কোটির সীমা। হিন্দি (Hindi), তেলুগু (Telugu), তামিল (Tamil), কন্নড় (Kannad) ও মলয়ালি (Malayalam) ভাষায় মুক্তি পায় এই অ্যাকশন ড্রামা (Action Drama) ঘরানার ছবি।


আরও পড়ুন: OTT Year Ender 2023: 'তালি' থেকে 'দ্য ট্রায়াল'! ওটিটিতে নজর কাড়লেন যে ৫ অভিনেত্রী