যোগ-চর্চার ছবিতে উষ্ণতা ছড়ালেন 'চাক দে ইন্ডিয়া' সিনেমার গোলরক্ষক
ছবিগুলি ইন্সটাগ্রাম থেকে নেওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবিগুলিতে বিকিনি পরে দেখা যাচ্ছে বিদ্যাকে।
দেখুন বিদ্যার আরও কিছু ছবি
যোগের এই ছবির জনপ্রিয়তা যে কতটা জনপ্রিয় তা বিদ্যার প্রতিদিন বেড়ে চলা ফলোয়ারদের সংখ্যা থেকেই বোঝা যায়।
শুধু বিদ্যাই নয়, আরও অনেক সেলিব্রিটিই তাঁদের টাইম লাইনে এ ধরনের ছবি পোস্ট করেন।
বর্তমানের ব্যস্ত জীবনযাপনের ক্ষেত্রে চাপ থেকে শরীর ও মনকে মুক্ত রাখার ক্ষেত্রে যোগ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
আসলে ইন্সটাগ্রামে তিনি প্রায়ই তাঁর যোগ-চর্চা ছবি ও ভিডিও পোস্ট করেন।
সিনেমা জগত থেকে এখন অনেকটা দূরে। তবে অনুরাগীদের নজর অন্যভাবে কেড়েছেন বিদ্যা।
শাহরুখ খানের 'চাক দে ইন্ডিয়া' সিনেমার গোলরক্ষকের ভূমিকায় যাঁকে দেখা গিয়েছিল, সেই বিদ্যা মালভাড়েকে নিশ্চয় মনে আছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -