দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন ৭৬-এর সুপারহিট ছবি চলতে চলতে-র অভিনেতা বিশাল আনন্দ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2020 09:47 PM (IST)
রবিবার ৮২ বছর বয়সে মৃত্য়ু হয়েছে বিশালের। তাঁর পরিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে তাঁর শরীর ভাল যাচ্ছিল না।
মুম্বই: দীর্ঘ অসুস্থতায় ভুগে মারা গেলেন প্রবীণ বলিউড অভিনেতা বিশাল আনন্দ। আসল নাম ভীষ্ম কোহলি। সত্তরের দশকে ‘চলতে চলতে’, ‘সারে গা মা পা’, ‘দিল সে মিলে দিল’, ‘ট্যাক্সি ড্রাইভার’ এর মতো হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় হয় ‘চলতে চলতে’, যে ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সিমি গারেওয়াল। ‘চলতে চলতে’ প্রযোজনাও নাকি করেছিলেন বিশাল। বলিউডের সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী বড় ব্রেক পেয়েছিলেন এই ছবিতে। ‘জানা কাহা হ্যায়’, ‘কভি আলবিদা না কহেনা’, ‘পেয়ার মে কভি কভি অ্য়ায়সা ভি হোতা হ্যায়’, বাপ্পির সুর দেওয়া এ ছবির প্রতিটি গানই হিট। রবিবার ৮২ বছর বয়সে মৃত্য়ু হয়েছে বিশালের। তাঁর পরিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে তাঁর শরীর ভাল যাচ্ছিল না। আমরা চাই, লোকে তাঁকে মনে রাখুক ১৯৭৬ এর সুপারহিট গানে ভরা চলতে চলতে-র জন্য। আমাদের প্রার্থনা ওঁর সঙ্গে রইল। উনি শান্তিতে ঘুমোন। এই বিষাদের সময়ে মিডিয়ার লোকজনকে আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে আবেদন করছি।