কলকাতা: শুটিং- এর কাজে কলকাতা চলে আসতে হয়েছে। তাই মা কে মিস করছেন তিনি। আপতত উপায় ভিডিও কল। তাই সুযোগের সদ্ব্য়বহার করে  ভিডিও কলেই মায়ের হাসি মুখটা দেখলেন তিনি। কিন্তু এই আলাপ খুবই স্বল্প সময়ের জন্য। তাই নিজের অনুভূতিকে ভাষায় রূপ দিলেন অভিনেতা। ফেসবুকে মায়ের ভিডিও কলের স্ক্রিনশট পোস্ট করে অভিনেতা লিখলেন,


শুটিং- এর কাজে কলকাতা চলে আসতে হয়েছে। তাই মা কে মিস করছেন তিনি। আপতত উপায় ভিডিও কল। তাই সুযোগের সদ্ব্য়বহার করে  ভিডিও কলেই মায়ের হাসি মুখটা দেখলেন তিনি। কিন্তু এই আলাপ খুবই স্বল্প সময়ের জন্য। তাই নিজের অনুভূতিকে ভাষায় রূপ দিলেন অভিনেতা। ফেসবুকে মায়ের ভিডিও কলের স্ক্রিনশট পোস্ট করে লিখলেন এক লম্বা পোস্ট।


তিনি লিখেছেন,'অনেক দিন পর,মায়ের মুখে এমন হাসি দেখে প্রাণ টা জুড়িয়ে গেলো॥ বাবা চলে যাওয়ার পর আমরা সবাই যখন শোকে ভেঙে পড়ি,উল্টো আমাদের মা ই আমাদের বুকের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দেয়। আমি সৃজিত মুখার্জী’র “পদাতিক” এর শুটিং এর কারণে মায়ের কাছে বেশীদিন থাকতেও পারিনি,কলকাতা চলে আসতে হয়েছে।মাঝে মাঝে ভিডিও কলে কথা বলি সবার সাথে,মায়ের সাথে….শক্তি আর সান্ত্বনা খুঁজে বেড়াই…কাজ করে চলি….এমন ভাবে কাজের ভেতর ডুবে থাকি যে,
মাঝে মধ্যে ঘোর কাটেনা,মনে হয় দেশে ফিরলেই তো বাবা’কে দেখতে পাবো।'


এইমুহূর্তে তিনি ব্য়স্ত, সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবি “পদাতিক”-এর শুটিং-এ। এই ছবিটি মৃণাল সেনের বায়োপিক। চঞ্চল চৌধুরীর পাশাপাশি এই ছবিতে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী মনামী ঘোষকেও। এই ছবিতে অভিনেতার লুক নিয়েও চর্চা চলছে বিস্তর। কাজে আপতত তিনি এমন ডুবে আছেন যে বাড়ির লোকের সঙ্গেও কথা বলার সুযোগ পাচ্ছেন না। তাই তিনি আরও লেখেন, 'চোখের কোনায় জল জমে,আবার বাস্তবে ফিরে আসি।মা খুব সুন্দর করে ভিডিও কলে কথা বলতে পারে,মানে ফ্রেমিং টা খুব সুন্দর হয়।আর বাবা ছিল ঠিক বিপরীত,ফ্রেমিং খুব বাজে।ভিডিও কলে বাবার পুরো চেহারাটা কখনও দেখা হয়নি।কেমন ভাবে যেন ফোনটা মুখের সামনে ধরতো,হয় শুধু কপাল,না হয় শুধু থুতনি দেখা যেত।প্রায়ই তাঁর আঙুল লেগে ভিডিও অফ হয়ে যেত।অনেক রাগ করতাম বাবার ওপর,কেন ভিডিও কল করা ভালোমত শিখছে না।শেষের দিকে এসে বাবার শ্রবণ শক্তিও কমে গিয়েছিল।মুখস্ত কিছু কথা বলেই ফোনটা মাকে ধরিয়ে দিতো।বাবার এই টেকনিকটা আমরা ধরে ফেলেছিলাম।এ নিয়ে আমরা ভাইবোনেরা সবাই হাসাহাসিও করতাম।'


এর আগেও বাংলাদেশি এই অভিনেতার একাধিক পোস্টে মা-বাবার প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ পেয়েছে। অনেকেই হয়তো জানেন না, অভিনয়ের পাশাপাশি চঞ্চল চৌধুরী একজন শিক্ষক ও গায়ক। সিনেমা ছাডা়ও টেলিভিশনেও তিনি কাজ করে চলেছেন ।  চঞ্চল চৌধুরী  অভিনীত ২০২২শে মুক্তিপ্রাপ্ত ছবি 'হাওয়া' প্রশংশিত হয়েছিল দর্শকমহলে।


দেখুন অভিনেতার ফেসবুক পোস্টটি


    


আর এই পোস্টের পরই আসতে থাকে অনুরাগীদের একের পর এক কমেন্টে। অভিনেতার এই পোস্ট যে চোখে জল এনে দেবে, একথা বলাই বাহুল্য়।


আরও পড়ুন...


'A Thursday'-র সিক্য়ুয়েলে এবারও কি ইয়ামি গৌতম?