কলকাতা: প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে দেবের 'চাঁদের পাহাড়' (Chander Pahar)। চলতি মাসেই বড়পর্দায় শঙ্করের রূপে দেব (Dev) আবারও আসছেন, প্রায় ১১ বছর পর। শুক্রবারই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবর দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর (SVF) তরফে।
ফের বড়পর্দায় আসছে 'চাঁদের পাহাড়'
২০১৩ সালের ২০ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে হাজির হয় 'চাঁদের পাহাড়'। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির মুখ্য চরিত্রে দেখা মেলে দেবের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এই জনপ্রিয় উপন্যাসকে পর্দায় রূপ দেন কমলেশ্বর। প্রবল প্রশংসিত হয় দেবের অভিনয়। এর ঠিক ১১ বছর পর ফের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'চাঁদের পাহাড়'। আগামী ২০ সেপ্টেম্বর বড়পর্দায় ফের দেখা যাবে এই ছবি।
এদিন এসভিএফের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টার শেয়ার করা হয়। সেখানে শঙ্কররূপে দেবের দেখা মেলে। পোস্টারে লেখা, 'আরও একবার, বড়পর্দায়। ২০ সেপ্টেম্বর'। ক্যাপশনে লেখা হয়, 'চাঁদের পাহাড় তোমায় ডাকছে..., শঙ্করের অ্যাডভেঞ্চার আবারও ফিরছে বড়পর্দায়! 'চাঁদের পাহাড়' পুনরায় মুক্তি পাচ্ছে ২০ সেপ্টেম্বর।' এই পোস্ট এদিন শেয়ার করেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। লেখেন, 'এবার পুজোয়, পুনরায় মুক্তি পাচ্ছে'। সূত্রের খবর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই ছবি পুনরায় মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা, যদিও এই বিষয়ে কোনও উল্লেখ পোস্টে করা হয়নি।
এর আগে প্রযোজনা সংস্থার তরফে একটি রিল পোস্ট করে অনুরাগীদের থেকেই জানতে চাওয়া হয় যে পুনরায় তাঁরা 'চাঁদের পাহাড়' বড়পর্দায় দেখতে চান কি না। স্বাভাবিকভাবেই মেলে বিপুল সাড়া। দেবের প্রশংসায় পঞ্চমুখ দর্শক। কেউ বললেন প্রথম দিনের প্রথম শো দেখতে পৌঁছে যাবেন, কেউ আবার দেবের এই চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তের প্রশংসা করলেন। ২০ সেপ্টেম্বর, পুজোর আগেই প্রেক্ষাগৃহে আবার 'চাঁদের পাহাড়' দেখতে ভিড় কেমন হয় তা অবশ্য সময় বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।