মুম্বই: আয়ুষ্মান খুরানা ও বাণী কপূর অভিনীত আগামী ছবি 'চণ্ডীগড় করে আশিকি'-র (Chandigarh Kare Aashiqui) প্রযোজক প্রজ্ঞা কপূর (Pragya Kapoor) তাঁর বাস্তু-সংরক্ষণের জন্য বিখ্যাত। তিনি এই ছবিটিকে ভারতের প্রথম 'জিরো-ওয়েস্ট' বা 'বর্জ্য শূন্য' ফিচার ছবি হিসেবে তৈরি করার চেষ্টায় সফল হয়েছেন।


প্রজ্ঞা 'স্কার্প' (Skarp) নামক এক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন। এই ফার্মটি বিভিন্ন সংস্থাকে বর্জ্য সমাধান গ্রহণে সহায়তা করে। এর ফলে অপচয় শূন্যে নামিয়ে আনার চেষ্টা করা হয়।


ছবির প্রযোজক এদিন জানান, 'একটি ছবির কাজ শুরু হলে সেখানে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। একজন পরিবেশবিদ হিসাবে আমি মনে করি এগুলোর ব্যবস্থা করা আমার কাজের অঙ্গ।'


আরও পড়ুন: Amit Sadh Covid Positive: করোনা আক্রান্ত 'কাই পো চে' অভিনেতা অমিত সাধ


প্রযোজক প্রজ্ঞা কপূর আরও বলেন, 'একটি ছবি তৈরির কারণে পরিবেশগত ক্ষতির দিকে অন্ধ হয়ে থেকে আমি অন্যান্য ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করতে পারি না। 'চণ্ডীগড় করে আশিকি' ছবির মাধ্যমে আমি সেই সম্ভাবনাকে সত্যি করতে পেরেছি।'


কীভাবে এই কাজ সম্ভব হল? প্রযোজক বলেন, 'আমরা সমস্যা মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করি। প্লাস্টিকের বোতল থেকে জলের ডিসপেন্সার, আমরা একক-ব্যবহারের প্লাস্টিকের উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছি। এগুলির বিকল্প খুঁজে বের করা এবং একটি টেকসই সমাজ গঠন করা ছিল আমাদের উদ্দেশ্য।' এছাড়াও, তিনি এবং তাঁর দল সেট থেকে অতিরিক্ত খাবার গরিব পরিবারে বিতরণ করে দেন। কঠিন, তরল ও পিপিই, এই তিন ক্যাটেগরিতে বর্জ্য পদার্থ ভাগ করা হয়। নির্দিষ্ট রঙের ডাস্টবিন ব্যবহার করা হয়। তিন মাসের শ্যুটিংয়ে জমা হওয়ার বর্জ্য রিসাইকেল করে ইট, বাতি ও নানা দ্রব্য তৈরি করা হয়।


আরও পড়ুন: Ameesha Patel Update: ভোপালের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি অভিনেত্রী আমিশা পটেলের বিরুদ্ধে