কলকাতা: নয় নয় করে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ২১ বছর। অভিনয় করে ফেলেছেন প্রায় সবরকম চরিত্রেই। প্রাপ্তির সঙ্গে সঙ্গে ভারি হয়েছে অভিজ্ঞতার ঝুলিও। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন দুটি ছবি, 'মুক্তি' আর 'রীষ'। দুটি ছবিতে সম্পূর্ণ ভিন্ন দুটি চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী। এবিপি লাইভকে নতুন ছবির গল্প শোনাতে শোনাতে ফেলে আসা ২১ বছর ফিরে দেখলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)।
এই গল্প স্বাধীনতা সংগ্রামের। এই গল্প, জেদ, লড়াই, স্বাধীনতা আর চরিত্রের ভাঙাগড়ার। এই গল্প ফুটবলের। সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'মুক্তি'-র ট্রেলার। আলিপুর সেন্ট্রাল জেল থেকে শুরু করে ফুটবলের ময়দান, ইংরেজদের গড় থেকে শুরু করে বিয়ের পিঁড়ি, ভারতীয়দের ঘুরে দাঁড়ানোর গল্প বলবে মুক্তি (Mukti)। এই ছবিতে চান্দ্রেয়ী চরিত্রের নাম গুলসানারা বেগম। কেমন ছিল মুক্তিতে কাজ করার অভিজ্ঞতা? চান্দ্রেয়ী বলছেন, 'এই ছবিটা বিভিন্ন মানুষের জীবনের গল্প বলবে। নিজের নিজের মত, ধারনা নিয়ে চলতে চলতে যেন এক রাস্তায় মিলে যায় সমস্ত মানুষের জীবন। সবাই মুক্তি চায় নিজের মতো করে। গুলসানারা গান গায়। তাঁর ওপর হওয়া সমস্ত অত্যাচারের প্রতিবাদ করে একদিন সে, ঘুরে দাঁড়ায়। কিভাবে গুলসানার জীবনে মুক্তি আসবে বা আদৌ আসবে কী না তার উত্তর মিলবে 'মুক্তি'-তে।'
'মুক্তি'-র পাশাপাশি আসছে চান্দ্রেয়ী অভিনীত অপর ছবি 'রীষ'। রহস্য আর ভয়ের আবহে মোড়া এই ছবিতে একজন নানের ভূমিকায় অভিনয় করছেন চান্দ্রেয়ী। অভিনেত্রী বলছেন, 'এই প্রথম একজন নানের চরিত্রে অভিনয় করলাম আমি। এই অভিজ্ঞতাটা বেশ অন্যরকম। লুক সেটের পর নিজেকে বেশ অচেনা লাগছিল। আমার করা সমস্ত চরিত্রের মধ্যে এই ছবিটা বেশ অন্যরকম।'
কেবল পর্দায় নয়, ওটিটি-তে 'মন্টু পাইলট টু'-তেও কাজ করছে চান্দ্রেয়ী। আর কী কী কাজ রয়েছে হাতে? অভিনেত্রী জানালেন, বেশ কিছু কাজের কথা চলছে। পাকা কথা হলে তবেই তিনি সেইসব প্রোজেক্ট নিয়ে কথা বলতে পারবেন।
২১ বছরের অভিনয় জীবনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চান্দ্রেয়ী। এমন কোনও চরিত্র রয়েছে যেখানে অভিনয় করার ইচ্ছা রয়েছে তাঁর? চান্দ্রেয়ী বললেন, 'আমায় প্রায় সবরকম চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে ইন্ডাস্ট্রি। খুব ভালোমানুষ থেকে শুরু করে, চোর, বাইজী, পুলিশ সব চরিত্রে অভিনয় করা হয়ে গিয়েছে। কখনও মনে হয়নি এক ধরনের কাজই করে যাচ্ছি। তবে হ্যাঁ, আমার একটা খুব প্রিয় ছবি আছে, 'স্প্লিট'। সেখানে কেন্দ্রীয় চরিত্র একটি ছবিতেই ২৪ রকম চরিত্রে অভিনয় করেছিল। তেমন কোনও ছবির কাজ করতে পারলে দারুণ হবে।'
আরও পড়ুন: ছক ভাঙা চরিত্র অভিনয় পছন্দ, বলিউডে ১০ বছর পূর্ণ আয়ুষ্মানের
কখনও নিজে ছবি পরিচালনার কথা ভেবেছেন? চান্দ্রেয়ী বললেন, 'কখনও নিজে ছবি পরিচালনার কথা ভাবলে সেখানে আমি অভিনয় করব না। আর সম্পর্কের গল্প নিয়ে ছবি করব।' তারপর হাসতে হাসতে যোগ করলেন, 'আমি কিন্তু এক এক সময় এক এক রকম পরিকল্পনা করি। এখন, এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটাই বললাম। পরে বদলাতেও পারে।'
অবসর সময় কী করে কাটে অভিনেত্রীর? চান্দ্রেয়ী বলছেন, 'বাড়িতে বসে কিচ্ছু না করে জানলার দিকে তাকিয়ে থাকতে দারুণ লাগে। এছাড়া গান শুনি, ভালো সিনেমা দেখি, লেখালেখি করি.. আর হ্যাঁ, খেতেও ভালোবাসি।' প্রিয় খাবার? একটুও সময় না নিয়ে চান্দ্রেয়ী বলে উঠলেন, 'রাত ৩টেয় কেউ ঘুম থেকে উঠিয়ে যদি বিরিয়ানি খেতে বলে, সেটাও আমি খেয়ে নেব। এত্ত ভালোবাসি বিরিয়ানি।'