অক্ষয়কে দেখা যাচ্ছে আইনজীবীর পোশাকে, মোটা গোঁফ, কপালে সিঁদুরের ফোঁটা। লখনউ ও বারাণসীতে হবে ছবির শ্যুটিং। ২০১৩-র ছবি জলি এলএলবি পরিচালনা করেছিলেন সুভাষ কাপুর। এতে এক ব্রিফলেস আইনজীবীর কথা বলা হয়েছে, এক দুর্ঘটনার সাক্ষী হয়ে যে ঠিক করে, ওই ঘটনার শিকারদের জন্য ন্যায়বিচার চাইবে সে। কপালে ফোঁটা, মোটা গোঁফ: ‘জলি এলএলবি টু’-তে ‘আইনজীবী’ অক্ষয়কুমার
ABP Ananda, web desk | 19 Jul 2016 05:43 AM (IST)
মুম্বই: ২০১৩- জনপ্রিয় কমেডি ড্রামা ‘জলি এলএলবি’-র কথা মনে আছে? এবার আসছে ‘জলি এলএলবি টু’, আর তাতে মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড খিলাড়ি অক্ষয়কুমার। এই ছবিতে অক্ষয় আইনজীবী। টুইটারে শেয়ার করলেন নয়া লুক। প্রথমে ক্যারিকেচারের মাধ্যমে টিজার। তারপর এল নয়া লুকের ছবি।