মুম্বই: এ বছর ২৮ ফেব্রুয়ারি বিয়েটা সেরে ফেলেছেন প্রীতি জিন্টা। তবে ঢাকঢোল পিটিয়ে নয়, বেশ চুপিসাড়ে। লস অ্যাঞ্জেলসে অল্প কয়েকজন অতিথির সামনে প্রাতি বিয়ে করেছেন বয়সে তাঁর থেকে বেশ খানিকটা ছোট মার্কিন ব্যবসায়ী জিন গুডএনাফকে।

তারপর তাঁরা বলিউডের কেষ্টবিষ্টুদের নিয়ে মুম্বইতে দুর্দান্ত রিসেপশন পার্টি দেন ঠিকই কিন্তু বিয়ের ছবি একটাও দেখতে পাইনি আমরা।

সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে!

বিয়ের উৎসবকে গোপন রাখার সবরকম চেষ্টার পরেও সুন্দরী প্রীতি ও তাঁর হ্যান্ডসাম বরের কয়েকটি ছবি এসে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।



লাল টকটকে লেহেঙ্গায় বীর জারার অভিনেত্রীকে রাজকন্যার মত দেখাচ্ছিল। শেরওয়ানিতে ‘বর’ জিনকেও মনে হচ্ছিল সাগরপাড়ের রাজপুত্র।