মেষ

অতিরিক্ত বিলাসিতার জন্য অর্থ খরচ। কোনও সিদ্ধান্ত নিতে গিয়ে গুরুজনদের সঙ্গে মতবিরোধ। ব্যবসা মোটামুটি চলবে। সন্তানদের দিকে নজর দিন।



বৃষ

কর্মস্থানে এমন কিছু করবেন যাতে গৌরব বাড়বে। আজ বন্ধুরা গুপ্তভাবে শত্রুর কাজ করতে পারে। গরিবদের উপকার করুন। রোগ ব্যাধিতে ভোগান্তি।




মিথুন

স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমে জটিলতা।




কর্কট

বাড়িতে বা বাইরে সব জায়গাতেই অতিরিক্ত সতর্ক থাকুন। আজ জমি কেনাবেচার জন্য শুভ দিন। ভাবাবেগকে দূরে রাখাই শ্রেয়। অংশীদারি ব্যবসায় লাভ।




সিংহ

আলস্যর জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। কোনও ব্যবহার করা বস্তু হারাতে পারেন। কর্মস্থানে ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসার ধীর গতি।




কন্যা

শিল্প সামগ্রীর ব্যবসায় বিশেষ উন্নতির যোগ আছে। কোনও বাজে কারণে সংসারে শোকের ছায়া নামতে পারে। সচেতন থাকা প্রয়োজন, তৃতীয় ব্যক্তি জীবনে আসতে পারে।




তুলা

জনসমক্ষে আজ না থাকাই ভাল। বন্ধুর উপকার করতে পারেন। সঙ্গীত চর্চায় অগ্রগতি। দাম্পত্য কলহ।




বৃশ্চিক

আজ নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট। বেশি কথা বলার ফলে ক্ষতির আশঙ্কা। বাড়তি উপার্জন।




ধনু

অতিরিক্ত রোগের জ্বালায় মানসিক ক্লেশ বাড়তে পারে। কর্মস্থানে আন্তরিকতার জন্য বাহবা পেতে পারেন। আজ কোনও কারসাজির শিকার হতে পারেন। দম্ভের জন্য ক্ষতি।




মকর

আজ অপ্রত্যাশিত ভাবে প্রাপ্তিযোগ আছে। সপরিবারে দূর ভ্রমণের সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে অন্যের উপকার পাবেন। রাজনীতিবিদদের খুব ভাল সময়।




কুম্ভ

শত্রু এড়িয়ে চলুন, মামলায় জড়িয়ে পড়তে পারেন। বাড়িতে কোনও কিছু চুরির আশঙ্কা। কোনও আত্মীয়ের জন্য দাম্পত্য কলহ। গৃহ নির্মাণের যোগ।




মীন

আশাভঙ্গ হতে পারে। দেরিতে হলেও কাজের যোগাযোগ হতে পারে। আজ সব ভুলভ্রান্তি আপসে মিটিয়ে নেওয়াই ভাল। স্বামী স্ত্রীর মনোমালিন্য মিটে যাবে।