মুম্বই: একটি বাঘের গল্প। আর সেই গল্পের কেন্দ্রিয় চরিত্রে বলিউডের 'শেরনী' বিদ্যা বালন। মুক্তি পেল বিদ্যার নতুন ছবি 'শেরনী'-র ট্রেলার। ছবিতে একজন বন আধিকারীকের চরিত্রে দেখা যাবে তাঁকে।
গ্রামের পাশে জঙ্গল, আর সেখানেই বাঘের ভয়। গ্রামের মানুষ কাঁটা হয়ে রয়েছে নরখাদক বাঘের উৎপাতে। ট্রেলারে গল্পের এটুকু প্রেক্ষাপটের আভাস পাওয়া যায়। বাঘের খবর শুনে গ্রামে পাঠানো হয় এক বন আধিকারীককে। তিনিই বিদ্যা বালন। এরপর ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য, বিক্ষোভ, জঙ্গল বাঁচানো আর্তি আর.. বাঘ। টানটান এই ট্রেলার দেখে এটুকু আঁচ করা যায়, এবারও দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসতে চলেছেন বিদ্যা।
বিদ্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন বিজয় রাজ, ইলা অরুণ ও অন্যান্যরা। পরিচালক অমিত মাসুরকারের চতুর্থ ছবি এই ‘শেরনী’। এর আগে ‘শকুন্তলা দেবী’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা। এরপর কিছুটা বিরতি। আবার একটা নারীকেন্দ্রিক ছবি নিয়েই বিদ্যা ফিরছেন রুপোলি পর্দায়। করোনা আবহে এই ছবি মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। বিদ্যার আগের ছবি ‘শকুন্তলা দেবী’ও মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মেই।
২০২০ সাল থেকে শুরু করে ‘শেরনী’র শ্যুটিং চলছিল মধ্যপ্রদেশ-সহ দেশের আরও বিভিন্ন জায়গায়। এর আগেও ‘কাহানি’ ও ‘তুমহারি সুলু’ এই দুটি ছবিতে মহিলা কেন্দ্রিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই দু’টি ছবির জন্য পুরষ্কারও পেয়েছেন তিনি। বিদ্যার শেষ ছবি 'শকুন্তলা দেবী' ও ছিল নারীকেন্দ্রীক ছবিই।
'শেরনী'-র পোস্টার রিলিড করে বিদ্যা লিখেছিলেন, ‘সে বাইরের দুনিয়ায় পা রাখতে পারে নির্ভয়ে’। আজ নিজের অ্যাকাউন্ট থেকেই 'শেরনী'-র ট্রেলারও পোস্ট করেন তিনি।
সম্প্রতি এই শ্যুটিং নিয়ে সমস্যা হয়েছিল বিদ্যার। মধ্যপ্রদেশের বনমন্ত্রীর আমন্ত্রণে 'না' বলার কারণে বনাঞ্চলে শ্যুটিং বাতিল করে দেওয়া হয়েছিল বিদ্যা বালানের। মন্ত্রীর যদিও পাল্টা অভিযোগ তাঁকেই বরং নৈশভোজ বা দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। শ্যুটিংয়ে অনুমতি না দেওয়ার অভিযোগও খারিজ করে দিয়েছিলেন বনমন্ত্রী।