আগামী বছর ইদে মুক্তি পাবে ছবিটি। ওদিনই আবার আসতে চলেছে সলমন খানের কিক ২। তবে সিরিয়াস ছবির পাশাপাশি কমেডি ছবিও চালিয়ে যাচ্ছেন অক্ষয়। তাঁর মাল্টিস্টারার ছবি হাউসফুল ৪ শিগগিরই মুক্তি পেতে চলেছে। শাড়ি পরে অক্ষয়, আসছে আগামী ছবি লক্ষ্মী বম্ব
ABP Ananda, Web Desk | 03 Oct 2019 12:30 PM (IST)
লক্ষ্মী বম্ব-এ অক্ষয়ের ফার্স্ট লুক। মা দুর্গার প্রতিমার সামনে তিনি দাঁড়িয়ে, পরনে লাল শাড়ি, মাথায় সিঁদুর, কপালে টিপ। হাতে লাল চুড়ি।
মুম্বই: টয়লেট- এক প্রেম কথা-ই হোক বা প্যাডম্যান- অক্ষয় কুমার মানেই এখন অন্যরকম ছবি। যে অক্ষয় পরিচিত ছিলেন খিলাড়ি কুমার নামে, ভরপুর অ্যাকশন বা কমেডি ছবিতেই যাঁকে শুধু দেখা যেত, তিনি এবার করতে চলেছেন লক্ষ্মী বম্ব। লক্ষ্মী বম্ব-এ অক্ষয়ের ফার্স্ট লুক। মা দুর্গার প্রতিমার সামনে তিনি দাঁড়িয়ে, পরনে লাল শাড়ি, মাথায় সিঁদুর, কপালে টিপ। হাতে লাল চুড়ি। তাঁর এই সম্পূর্ণ ভিন্ন চেহারা নেটিজেনদের অবাক করে দিয়েছে। অক্ষয় লিখেছেন, তাঁর নতুন লুক নিয়ে তিনি যেমন উৎসাহিত, তেমনই নার্ভাস। তবে কমফর্ট জোনের বাইরে মাঝে মধ্যে বার হওয়া উচিত, তাই না?