কলকাতা: মুক্তির দিন যত এগিয়ে আসছে, তত 'চিনে বাদাম' (Cheene Baadaam) ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা বাড়ছে। এই ছবি দিয়ে টলিউড পেতে চলেছে নতুন এক জুটিকে। যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং এনা সাহা (Ena Saha) এর আগে একসঙ্গে কাজ করলেও তাঁদের কখনও জুটিতে দেখা যায়নি। এনা সাহার প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন যশ। আর এই ছবিতে দুই তারকা একে অপরের বিপরীতে। অন্য স্বাদের মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে 'চিনে বাদাম'।
'চিনে বাদাম' ছবির নতুন গান-
ইতিমধ্য়েই 'চিনে বাদাম' ছবির অফিশিয়াল পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। যশ এবং এনার জুটির রসায়ন কতটা মন জিতে নিতে পারে, তার অপেক্ষায় দর্শকেরা। আজ এই ছবির নতুন গান মুক্তি পেল। নচিকেতার গলায় 'চিনে বাদাম' ছবির নতুন গান 'কে ডাকে সাড়া দাও' (Ke Dake Sara Dao)। পরিচালক শিলাদিত্য মৌলিকের এই ছবি মুক্তি পাবে আগামী ২৭ মে। 'কে ডাকে সাড়া দাও' গানটি মুক্তি পাওয়ার পরই নেট দুনিয়ায় প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন তাঁরা। কেউ কমেন্টে লিখেছেন, 'নচিকেতা স্যরের গলায় এই গানটা অসাধারণ লাগল। যশ এবং এনাদিক অভিনয়ও ভালো লাগল গানে। সব মিলিয়ে অসাধারণ।' আবার কেউ কমেন্ট করেছেন, 'খুব ভালো গান।' এক নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম।'
আরও পড়ুন - Srabanti Chatterjee: শ্রাবন্তীর সংসারে এল নতুন সদস্য, আবেগে ভাসলেন অভিনেত্রী
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে এই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে নিজের অনুভূতি জানান যশ দাশগুপ্ত। অভিনেতা বলছেন, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' 'চিনে বাদাম' ছবিতে দেখা যাবে একটি মিষ্টি প্রেমের গল্প। সূত্রের খবর একটি অ্যাপ তৈরিকে ঘিরে আবর্তিত হবে ছবির মূল গল্প। চলতি বছর শুরুর দিকে মুক্তি পায় এই ছবির প্রথম পোস্টার।