নয়াদিল্লি: ২০২০ সালের ১৪ জুন, হঠাৎই সমস্ত সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় একটা সাংঘাতিক খবরে। বিখ্যাত বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর আসে। তাঁর পরিবার পরিজন হোক বা অনুরাগীরা, কেউই যেন এখনও বিশ্বাস করে উঠতে পারেননি যে সুশান্ত আর নেই। 'কাই পো চে' অভিনেতার মৃত্যুর এক বছর পর 'চেহরে' পরিচালক রুমি জাফরি এক সাক্ষাৎকারে জানান তিনি সুশান্তের 'ফেভারিট স্ক্রিপ্ট' নিয়ে ছবি তৈরি করবেন। 


সুশান্ত সিং রাজপুত তাঁর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ৭ বছরের যাত্রায় 'কাই পো চে', 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ছিঁছোরে' ইত্যাদির মতো বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। সুশান্ত সিং রাজপুত তাঁর বিভিন্ন সাক্ষাৎকারে একাধিকবার জানিয়েছেন যে কোনও ছবির ভাল স্ক্রিপ্ট হলে সেই ছবিতে অভিনয় করতে তিনি বেশি পছন্দ করেন। সেই 'ভাল স্ক্রিপ্ট'-এর তালিকায় অন্যতম একটি রুমি জাফরির লেখা। অভিনেতার মৃত্যুর পর পরিচালক জানান যে তিনি সুশান্তের সঙ্গে একটি সিনেমা করবেন বলে ঠিক করেছিলেন যা আর করা হয়ে ওঠেনি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান যে সুশান্তের সেই পছন্দের স্ক্রিপ্টে নিয়ে ছবি তৈরি করবেন তিনি। রুমি জাফরি জানিয়েছেন, 'এখন কার সঙ্গে আর কখন সিনেমাটা তৈরি করব সেটাই ভাববার বিষয়। যখনই আমি স্ক্রিপ্টটা দেখতাম আমার সুশান্তের কথাই মনে পড়ত। ফলে আমি আবার সেটা শেলফে তুলে রাখতাম। তবে এখন এক বছরের বেশি সময় কেটে গেছে এবং এটা ওর প্রিয় স্ক্রিপ্ট ছিল, তাই আমি নিশ্চয়ই সিনেমাটা তৈরি করব।' পরিচালক জানিয়েছেন  তাঁর 'চেহরে' ছবিটি মুক্তি পাওয়ার পরে এখন তিনি সময় পেয়েছেন। এবার তিনি মন দিচ্ছেন সুশান্তের পছন্দের স্ক্রিপ্টে। যে চরিত্রের জন্য পরিচালক মনে মনে সুশান্ত সিং রাজপুতকে ভেবে রেখেছিলেন, সেই শূন্যস্থান কে পূরণ করে সেটাই দেখার। 


প্রসঙ্গত, রুমি জাফরির 'চেহরে' ছবিটি গত ২৭ অগাস্ট মুক্তি পেয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডি'সুজা প্রমুখ।