কলকাতা: শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় সকলেই কিছু না কিছু পোস্ট করেছেন। কেউ নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করেছেন তো কেউ সন্তানের ছবি পোস্ট করে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 


কী কী পোস্ট করলেন টলি তারকারা? (What have these Tollywood celebrities posted?)


ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ক্যাপশনে লেখেন, 'শৈশব সব সময় মধুর, আনন্দের। আজকের দিনে আমার ছোট্টবেলার খুব প্রিয় একটা ছবি তোমাদের সাথে share করলাম।' (অপরিবর্তিত)


 






অভিনেত্রী সন্দীপ্তা সেন ছোটবেলার একটি ছবির সঙ্গে এখনকার একটি ছবি পোস্ট করলেন। দুটি ছবিতে হাতে বিস্কুট ধরে রয়েছেন তিনি। ক্যাপশনে লেখেন, 'আমি, তখন বনাম এখন, কী মনে হচ্ছে?'


 






টলিউড অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ একটি সবুজ-লাল শাড়ি পরা ছোটবেলার ছবি পোস্ট করলেন। মাথায় ঘোমটা, হাতে সবজি জাতীয় কিছুর একটা ঝুড়ি।  ক্যাপশনে লিখলেন, 'যখন আমি ছোট্ট ছিলাম... না দাঁড়াও, আমি এখনও এমন করি। আমি এখনও এরকম সেজেগুজে খেলতে ভালবাসি।' 


 






মায়ের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী অনিন্দিতা বসু। লিখলেন, 'আমার একটা টাইম মেশিন চাই।'


 






অন্যদিকে শিশু দিবসে খুদে ইউভানের একটি মিষ্টি ছবি পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ক্যাপশনে লিখলেন, 'ভারতের প্রথম প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে শিশুরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের কীভাবে আমরা বড় করে তুলছি তার ওপরে দেশের ভবিষ্যৎ নির্ভর করে। শিশু দিবসের শুভেচ্ছা। শিশুদের ও নিজের ভিতরের শৈশবকে জড়িতে ধরুন, কারণ তাঁরাই একমাত্র পবিত্র।'


 






অন্যদিকে এই দিন 'আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ'-এর কচিকাঁচাদের সঙ্গে সময় কাটান অভিনেত্রী ঋচাভরী চক্রবর্তী।