মুম্বই: আগামী ডিসেম্বর সবে এক বছর হবে পতৌদি বংশের সবচেয়ে ছোট সদস্যের। তবে তার আগেই বিশেষভাবে ডিজাইন করা নার্সারি, বা ডিজাইনার পোশাক উপহার পেয়ে গিয়েছেন সেফ আলি খান এবং করিনা কপূর খানের পুত্র তৈমুর আলি খান। এবার এগারো মাসের এই খুদেটি একটি জিপের মালিকও হয়ে গেল। শিশু দিবস উপলক্ষে ছেলেকে এই উপহারটি দিয়েছেন বাবা। জিপের দাম ১.৩০ কোটি টাকা।
সোমবারই চেরি রেড রঙের এসআরটি জিপটি কেনেন সেফ। তখনই সেফের কাছে জানতে চাওয়া হয়, তিনি এই গাড়িটিতে সবচেয়ে প্রথমে কাকে চড়াতে চান। একমুহূর্ত না ভেবে সেফের জবাব তৈমুরকে। এমনকি গাড়িটির পিছনে একটি বেবি সিটও রাখা হয়েছে। তারপরই করিনার স্বামী বলেন গাড়ির রঙটি তৈমুরের বিশেষ পছন্দ হবে। তাই হয়তো শিশুদিবসে তাঁর চোখের মণিকে তিনি এই উপহারটিই দেবেন। আপাতত ডিসেম্বরের ২০ তারিখই রয়েছে তৈমুরের প্রথম জন্মদিন। দেখা যাক, সেদিন ছেলের জন্যে কী পরিকল্পনা করে রেখেছেন সেফ-করিনা।
শিশু দিবসে তৈমুরকে ১.৩০ কোটি মূল্যের একটি জিপ উপহার দিলেন সেফ আলি খান!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2017 12:52 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -