কলকাতা: এই গল্প প্রেমের। কিন্তু যেমন সাদামাটা প্রেম মানুষ দেখে অভ্যস্ত, তেমনটা নয়। এই গল্প ধর্মেন্দ্র আর 'হেমা মালিনী'- র। নাহ.. বলিউড নয়, এই গল্প টলিউডেরই। মুক্তির অপেক্ষায় পারমিতা মুন্সির নতুন ছবি 'হেমা মালিনী'। আর এই ছবিতেই রয়েছে দুটি চরিত্র। ধর্মেন্দ্র ও হেমা মালিনী। মুখ্যভূমিকায় অভিনয় করছেন, চিরঞ্জিৎ চক্রবর্তী, নবাগতা পাপিয়া রাও, চৈতি ঘোষাল, কাঞ্চনা মৈত্র, পিয়ালী মুন্সী, ভাস্বর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা দে, সুজয় বিশ্বাস ও দেবলীনা দত্ত ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।


এই ছবিতে রয়েছে ডঃ ধর্মেন্দ্রর গল্প। এই ছবিতে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ। নাম ধর্মেন্দ্র দত্ত। মধ্যবিত্ত সাধারণ এই চিকিৎসকের হঠাৎ দেখা হয় হেমামালিনীর সঙ্গে। কে এই হেমা মালিনী? গল্প অনুযায়ী, তার আসল নাম নাকি মালিনী। কোর্টে গিয়ে তিনি নিজের নাম বদলে করেছেন হেমামালিনী। এহেন ধর্মেন্দ্র আর হেমামালিনীর দেখা হলে, কোন পথে এগোবে তাঁদের সম্পর্ক? সেই উত্তর মিলবে ছবির গল্পে। অন্যদিকে, মানিক মুখোপাধ্যায় নামে একজন ফিল্মমেকার একটি স্বনির্ভর ছবি তৈরি করতে চান। আর সেই সূত্রেই তিনি পরামর্শ করতে যান একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে। এই চরিত্রেই দেখা যাবে রোশনিকে। পরিচালক ও অ্যাস্ট্রোলজারে এক অল্মমধুর সম্পর্ক দেখানো হবে এই গল্পে। 


এই ছবির প্রথমভাগের শ্যুটিং হয়ে গিয়েছিল আগেই। পরে যুক্ত হয় রাহুলের চরিত্রটি। দুটি পাশাপাশি সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে এই গল্প। একটি ধর্মেন্দ্র ও হেমা মালিনীর গল্প অন্যদিকে মানিক মুখোপাধ্যায় ও এক অ্যাস্ট্রোলজারের অম্লমধুর সম্পর্কের গল্প। ছবিটার টিজার মুক্তি পেয়েছে সদ্যই। সমসাময়িক দুটি গল্পকেই এই ছবিতে তুলে ধরতে চেয়েছেন পরিচালক পারমিতা মুন্সী। দীর্ঘদিন ধরেই এই ছবিটি নিয়ে কাজ করছেন তিনি। প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টারও। সেখানে দেখা যাচ্ছে একটি স্কুটারকে। তার সারা গায়ে গোলাপ ফুল। তার পিছনে একটি গাছ.. সেখান থেকে ঝুলছে কিছু লাল রঙের বাল্ব। গোটা গল্পটাই তৈরি হয়েছে অসম প্রেম নিয়ে। 


এই ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন পারমিতা। পরিচালকের আশা, বর্তমান সময়ে দাঁড়িয়ে তাঁর এই ছবি একটা নিছক প্রেমের গল্পই বলবে যার মধ্যে সমাজের বিভিন্ন স্তর রয়েছে।


আরও পড়ুন: Saif Ali Khan Attack: সেফের ওপর হামলার ঘটনায় বঙ্গ-যোগ! গ্রেফতার হওয়া ব্যক্তি নদীয়ার বাসিন্দা