তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তাঁদের বন্ধুত্ব দীর্ঘদিনের। শোনা যায়, একসময়ে পোর্টফোলিও নিয়ে নিয়মিত টলিপাড়ায় যাতায়াত করতেন তাঁরা, কাজের সন্ধানে। সময় পেরিয়েছে। দুজনেই প্রতিষ্ঠিত হয়েছেন সেই রুপোলি পর্দাতেই। খ্যাতি অর্জন করেছেন নিজের নিজের মতো করে। তবে বর্তমানে, তাঁদের বন্ধুত্ব একই জায়গায় থাকলেও, বদলে গিয়েছে রাজনৈতিক পরিচয়। সবসময় একসঙ্গে যাতায়াত করা দুই বন্ধু এখন রাজনীতিতে একে অপরের বিরোধী পক্ষ। নির্বাচনের আগে, এবিপি লাইভের কাছে 'বন্ধু' মিঠুনকে নিয়ে মুখ খুললেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)।


রাজনৈতিক পরিচয় কী কখনও ব্যক্তিগত জীবন ও মিঠুন-চিরঞ্জিতের বন্ধুত্বে প্রভাব ফেলে? চিরঞ্জিৎ বলছেন, 'আমাদের বন্ধুত্বে রাজনৈতিক সম্পর্ক প্রভাব ফেলেনি কখনও। তবে, আমার মিঠুনকে নিয়ে একটা ব্যক্তিগত মতামত রয়েছে। আমি আসলে একজন নীতিবাগিশ। আমি অনেক সময় অনেক কথা বলি, যেগুলো পার্টির ঠিক পলিসির সঙ্গে মেলে না। কিন্তু আমার নীতিগতভাবে ঠিক মনে হয়, তাই বলি। মিঠুনের ক্ষেত্রে, নীতিগতভাবে ওকে ছবিতে নেওয়ায় আমার আপত্তি রয়েছে। ওকে নিয়ে যে ছবিগুলি হচ্ছে.. দেব (Dev), রাজ (Raj Chakraborty), সোহম (Soham Chakraborty) সিনেমা করছে, সেগুলো হয়তো চলবে। মিঠুন ভাল অভিনেতা, ভাল পাঠ করছে, তাই ওকে ছবিতে নেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে আমার আপত্তি রয়েছে। যে লোকটা আমার পার্টিকে খারাপ বলছে, আমার নেত্রীকে খারাপ বলছে, মঞ্চে গালাগালি করছে, নিপাত যাক ভাবছে... আমি যদি সেই পার্টির লোক হই, সেই লোকটাকে আমি বুস্ট আপ করব না। মানে বিরোধী পার্টির লোককে একটা দারুণ রোল দিলাম, সে দারুণ অভিনয় করল, হাজার হাজার পোস্টার ছেপে ছড়িয়ে দিলাম চারিদিকে, মানুষ দেখল, তাকে নিয়ে হইহই করল, সে জাতীয় পুরষ্কারও পেয়ে গেল... আর সেই পুরো ক্রিমটা সে ব্যবহার করল বিজেপির সাফল্যের জন্য। এটা একটা পার্টি, আমাদের কাউকে নিয়ে তো করবে না। যেমন ধরুন, বিজেপি একটা ছবি করছে, অনুপম খের অভিনয় করছেন। সেই জায়গায় কী অভিষেককে (Abhishek Banerjee) হিরো করে ছবি করবেন? করবেন না। মিঠুন পার্টি না করলে, শিল্পী হিসেবে আমার খুব প্রিয়। কিন্তু আমি নিজে ছবি করলে, ওকে নিতাম না। এবার বাকিরা কেন নিচ্ছেন তা বলতে পারব না।'


আরও পড়ুন: Chiranjeet Chakraborty: মিঠুনের সঙ্গে আমার বন্ধুত্বের মধ্যে রাজনীতি নেই, তবে ওকে নিয়ে সিনেমা করব না


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।