SMP Recruitment: কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে (Shyamaprasad Mookerji Port Job) চাকরির সুযোগ। ইনল্যান্ড মাস্টার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। ৪৫ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে। মাসিক ৪০ হাজার টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা। দেখে নিন কীভাবে আবেদন করবেন, কোন বিভাগে কত শূন্যপদ আছে। অনলাইনে এক্ষেত্রে আবেদন করা যাবে না, অফলাইনে নির্দিষ্ট উপায়েই আবেদন পাঠাতে হবে আগ্রহী প্রার্থীদের।


শূন্যপদ


ইনল্যান্ড মাস্টার (Shyamaprasad Mookerji Port Job) পদের জন্য লোক নেওয়া হবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে। তবে এক্ষেত্রে শূন্যপদ রয়েছে মাত্র ২টি।


বয়সসীমা


শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায় বন্দরে ইনল্যান্ড মাস্টার পদের জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীর বয়স কোনওভাবেই ৪৫ বছরের বেশি হওয়া যাবে না।


বেতন কাঠামো


কলকাতার এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে (Shyamaprasad Mookerji Port Job) কাজের জন্য নির্বাচিত হলে প্রার্থীকে মাসিক ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এর বাইরে অতিরিক্ত কোনও অ্যালাউয়েন্স বা বেনিফিটস নেই।


শিক্ষাগত যোগ্যতা


আগ্রহী প্রার্থীকে আবশ্যিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের কোনও IWT মন্ত্রকের তরফে ফার্স্ট ক্লাস ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট দেওয়া হবে। তবে অসম সরকারের তরফে এই সার্টিফিকেট পেয়ে থাকলেও এখানে আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে IWT মন্ত্রকের সুপারিশ থাকতে হবে।


এছাড়া প্রার্থীর ইনল্যান্ড মাস্টার হিসেবে বোর্ড টাগসে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


কাজের মেয়াদ


এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। চুক্তির ভিত্তিতে নেওয়া হবে কর্মী। প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে যা পরে অতিরিক্ত আরও ১ বছর পর্যন্ত বাড়তে পারে। তবে এটি নির্ভর করছে প্রার্থীর পারফরম্যান্সের উপর ভিত্তি করে।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


এই পদে কাজের জন্য প্রার্থীর লিখিত পরীক্ষা এবং পরে ব্যক্তিগত ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ দিতে আসার সময় প্রার্থীকে সমস্ত তথ্য-নথি সঙ্গে করে নিয়ে আসতে হবে।


কীভাবে আবেদন করবেন


অফলাইনে আগ্রহী প্রার্থীদের চিঠি পাঠাতে হবে নির্ধারিত ঠিকানায়। ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে খামের উপরে অবশ্যই ইনল্যান্ড মাস্টার পদের জন্য নিয়োগের আবেদনের কথা উল্লেখ করে দিতে হবে।


আগামী ২০ জুনের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের এই পদের জন্য আবেদন পাঠাতে হবে আগ্রহী প্রার্থীদের।   


আরও পড়ুন: IIT Job Crisis: IIT পাসেও মিলছে না চাকরি, বাড়ছে শঙ্কা


Education Loan Information:

Calculate Education Loan EMI