কলকাতা: হলুদ গাঁদার মালা আর হলুদ আলোয় সেজে উঠেছিল বর্ধমান রাজবাড়ি। ফ্যাশান দুনিয়ায় চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)-র পরিচিতি 'ভিন্টেজ গার্ল' বলে। তিনি যেন আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন। আর তাঁর বিয়েতে সাবেকিয়ানার ছোঁয়া থাকবে না তাও কি হয়? চিত্রাঙ্গদা আর সম্বিত চট্টোপাধ্যায়ের সাত পাকে বাঁধা পড়ার দিনের ভ্যেনু থেকে শুরু করে মেনু, সাজ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সবেতেই রইল বাঙালিয়ানা আর ঐতিহ্যের ছোঁয়া। চিত্রাঙ্গদার সেই বিয়ের আসর ঘুরে দেখল এবিপি লাইভ (ABP Live)।


লাল বেনারসিতে বিয়ের দিন অপরূপ দেখাচ্ছিল চিত্রাঙ্গদাকে। ভারি সোনার গয়না পরেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট লাল টিপ আর চন্দন। বিয়েতে মেহেন্দি পরার স্রোতে গা না ভাসিয়ে, আলতায় হাত রাঙিয়েছিলেন চিত্রাঙ্গদা। মাথায় ছিল সোলার মুকুট। টায়রা নয়, ভারি টিকলি বেছে নিয়েছিলেন অভিনেত্রী। কোহল চোখ ছাড়া মুখে ছিল হালকা মেকআপ। আর অভিনেত্রীর সাজ সম্পূর্ণ করেছিল তাঁর সোনা ঝরানো হাসি। 


আরও পড়ুন: Ritabhari-Chitrangada: সম্বিতকে সিঁদুরদান চিত্রাঙ্গদার, ঋতাভরীর দিদির বিয়ে যেন তাঁরই সিনেমার পুনরাবৃত্তি


চিত্রাঙ্গদার বিয়েতে ঢালাও আয়োজন ছিল পেটপুজোর। অতিথি আপ্যায়নের শুরু ছিল চা কফি দিয়ে। মকটেলে ছিল গন্ধরাজ ঘোল, আমপান্না ও সোডা সিকঞ্জি। আমিষ নিরামিষে মিলিয়ে মেনুতে ছিল ১০ রকমের সালাড। সাবেকিয়ানার ছোঁয়া ছিল রাতের আয়োজনেও। মেনুতে ছিল লুচি, কড়াইশুটির কচুড়ি, বেগুনভাজা, নারকেল কিশমিশ দিয়ে ছোলার ডাল, কষা আলুরদম, মাছের কোফতা কারি, ভাত, বাসন্তি পোলাও, গলদা চিংড়ির মালাইকারি, চিতল মাছের ম্যুইঠ্যা, আম কাসুন্দি চিকেন, ঢাকাই কষা মাংস, আমসত্ত্ব খেজুরের চাটনি ও পাঁপড়। শেষপাতে মিষ্টিমুখের জন্য আয়োজন ছিল বেকড মিহিদানা, নলেন গুড়ের সন্দেশ ও মালাই দিয়ে গরম ছানার মালপোয়া।


কেবল চিত্রাঙ্গদা নয়, সাবেকিয়ানার ছোঁয়া ছিল গোটা পরিবারের সাজেই। মা শতরূপা সেজেছিলেন সাদা শাড়ি লাল পাড়ে, সঙ্গে সোনার গয়না। লেহঙ্গা ও শাড়ি নিয়ে অনন্য এক মেলবন্ধনে সেজে উঠেছিলেন ঋতাভরী।


গত ২৪ তারিখ সাত পাকে বাঁধা পড়েছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ২০২১ সালেই। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় সেই বিয়ে। অবশেষে বাইশের শেষে সাত পাকে বাঁধা পড়লেন সম্বিত চিত্রাঙ্গদা। এদিন দুই তারকার বিয়েতে হাজির ছিলেন সুর ও সিনেমার জগতের অনেক তারকারা। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে সম্বিত। চিত্রাঙ্গদা অভিনেত্রী। বিবাহ বাসরে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, শুভমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সঙ্গীতশিল্পী। ছিলেন পার্নো মিত্র, অরিত্র মুখোপাধ্যায়ের মত চলচ্চিত্র জগতের মানুষেরাও।