কলকাতা: ২০০৫ সালে 'হাজারো খোঁয়াইশে অ্যায়সি' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন চিত্রাঙ্গদা সিং। তারপর একাধিক ছবিতে কাজ করে পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী জানান, ২০১৫-২৬ সময়ে তাঁর কাছে একের পর এক নেভেটিভ চরিত্রের অফার আসছিল। সেইসময় তিনি পর পর কাজ পাচ্ছিলেন না। 


এরপর তিনি উল্লেখ করলেন 'ইনকার' ছবির কথা। তিনি জানান, এই ছবিতে পরিচালক সুধীর মিশ্র তাঁর কথা ভেবেই চরিত্রটি লিখেছিলেন, এবং ছবিটি তাঁর মনের খুব কাছের। পাশাপাশি এই ছবিতে অর্জুন রামপালের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি।


আরও পড়ুন...


সলমানের ছবিতে কেন থাকছে না লেখকের নাম?'রাউডি রাঠোর'-এর সিক্য়ুয়েলে থাকবেন অক্ষয়?বিনোদনের সারাদিন


প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছে চিত্রাঙ্গদা সিং অভিনীত ছবি 'গ্য়াসলাইট'। সেই ছবিতে বিক্রান্ত মেসি (Vikrant Messey) ও সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করছিলেন চিত্রাঙ্গদা (Chitranga Singh)। তিনি জানিয়েছিলেন, সারা এবং বিক্রান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল।


কিছুদিন আগে প্রকাশ্য়ে এসেছিল এই ছবি নিয়ে এক নতুন তথ্য়। জানা গেছিল, মাত্র ৩৬ দিনে শ্য়ুট করা হয়েছে এই ছবি।পরিচালক পবন কৃপালিনি জানিয়েছিলেন, "এটা সত্য যে আমি ৩৬ দিনে 'গ্যাসলাইট'-এর শুটিং করেছি। পাশাপাশি এটাও সত্য়ি  যে আমি নিয়ন্ত্রিত বাজেট এবং কঠোর শিডিউলের মধ্যে ছবির শ্য়ুটিং করতে পারি।  সঠিক ভাবে প্রস্তুতি নিলে এভাবে শ্য়ুটিং করা সম্ভব।"


তিনি আরও জানান, 'আমি সারা আলি খান, বিক্রান্ত ম্যাসি এবং চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে এক মাস ধরে ওয়ার্কশপ করেছি, এবং তাঁরা প্রত্য়েকেই দুর্দান্ত কাজ করেছে।'


প্রসঙ্গত, এই ছবির দু মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে ছিল রোমাঞ্চের গন্ধ । বাবার খুঁজতে গিয়ে রহস্য়ের সন্ধান পায় সারা আলি খান (Sara Ali Khan), এখানে তাঁর চরিত্রের নাম মিশা। ছবিতে রয়েছে সম্পর্কের একাধিক স্তরও। যার আঁচও পাওয়া যাচ্ছে ট্রেলারে। ছবিতে চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)-এর চরিত্রের নাম রুক্মিনী। হুইলচেয়ার বন্দি সারা হন্য় হয়ে খুঁজতে থাকেন বাবাকে। তার বাবার সহকারীর চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি। যার কাছে সাহায্য় চাইবে সারা। তারপর? ঠিক কোন দিকে মোড় নেবে এই গল্প? সেটা জানতে আপতত অপেক্ষা করতে হবে ৩১শে মার্চ পর্যন্ত। তবে ট্রেলার মুক্তির পরই এই ছবি নিয়ে চড়ছে দর্শকের উন্মাদনার পারদ।