মুম্বই: বলিউডের প্রথম সারির কোরিওগ্রাফার তিনি। যাঁর বেঁধে দেওয়া ছন্দে পা মিলিয়েছেন হৃতিক রোশন (Hrithik Roshan) থেকে শুরু করে বলিউডের সমস্ত নামী অভিনেতা, অভিনেত্রীরা। এমনকী, তাঁর সঙ্গে গানের তালে পা মিলিয়েছেন অমিতাভ বচ্চনও। সেই গণেশ আচার্যর (Ganesh Acharya) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় চাঞ্চল্য তৈরি হয়েছিল।


অবশেষে কিছুটা স্বস্তি পেলেন বিখ্যাত কোরিওগ্রাফার। আদালতে জামিন পেলেন তিনি। বৃহস্পতিবার মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্ট গণেশের জামিনের আবেদন মঞ্জুর করে। বিচারপতি এন ভি বনশল গণেশকে জামিন দেন।


গণেশের বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ করেছিলেন এক মহিলা। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে গণেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তারপরই ওশিয়ারা থানা তাঁকে গ্রেফতার করে।


অভিযোগকারিনী জানিয়েছিলেন, ২০০৯-১০ সালে তিনি যখন গণেশের অফিসে গিয়েছিলেন তখন তাঁকে জোর করে পর্নোগ্রাফি দেখানো হয়েছিল। সেই সঙ্গে অশ্লীল মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। মহিলা এ-ও অভিযোগ করেছিলেন যে, গণেশের অফিসে মহিলাদের আপত্তিকরভাবে স্পর্শ করা হয়। যা তিনি নিজে দেখে এসেছেন বলে পুলিশকে জানিয়েছিলেন ওই মহিলা।


ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ, ৩৫৪-সি, ৩৫৪-ডি, ৫০৯, ৩২৩, ৫০৪, ৫০৬ এবং ৩৪ ধারায় কোরিওগ্রাফার গণেশ আচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি তাঁর এক সহ-নৃত্যশিল্পীকে যৌন হেনস্থা করেছেন।


২০১৯ সালে অভিযোগকারিনী জানিয়েছিলেন, গণেশ আচার্য তাঁকে বলেছিলেন কেরিয়ারে সফল হতে গেলে তাঁর যৌন প্রস্তাবে রাজি হতেই হবে। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন বরখাস্ত করে। তিনি আরও বলেন, 'গণেশ আচার্যর মহিলা সহকারী আমাকে মারধর করে, গালিগালাজ করে এবং হুমকি দেয়। আমি যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে যাই, তখন পুলিশও আমার অভিযোগ নিতে অস্বীকার করে। তারপর আমি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করি বিষয়টা নতুন করে দেখার জন্য।'


আরও পড়ুন: 'বাবা থাকলে সঠিক সমালোচনা করতে পারতেন', নতুন ছবি মুক্তির আগে আফশোস রণবীরের