গোয়া: যৌন নিগ্রহের অভিযোগে হাতছাড়া হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জনপ্রিয় কোরিওগ্রাফার শেখ জানি মাস্টারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করল কেন্দ্র। মূলত দক্ষিণী ছবিতে কাজ করেন জানি মাস্টার। ২০২২ সালে 'তিরুচিত্রমবলম' ছবির 'মেঘম কারুকথা' গানে কোরিওরগ্রাফির জন্য জাতীয় পুরস্কার জয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা হয় সম্প্রতি। কিন্তু গত মাসেই গোয়ায় গ্রেফতার হন জানি মাস্টার। যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষা আইনে (POCSO) মামলা দায়ের হয়েছে। আর তার জেরেই তাঁর জাতীয় পুরস্কার বাতিল হল। (National Film Award)
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেলের তরফে বিবৃতি প্রকাশ করে জানি মাস্টারের জাতীয় পুরস্কার বাতিলের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, POCSO ধারায় মামলা হওয়ার আগে ২১ অগাস্ট এবং ১২ সেপ্টেম্বর জাতীয় পুরস্কার অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয় মাস্টার জানিকে। কিন্তু অভিযোগের গুরুত্ব বিচার করে তাঁর জাতীয় পুরস্কারটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ১০ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটি প্রত্যাহার করে নেওয়া হল বলে জানিয়েছে কেন্দ্র। (National Film Award)
গতমাসে গোয়ায় গ্রেফতার হন জানি মাস্টার। মধ্যপ্রদেশের এক তরুণী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সময় জানি মাস্টার তাঁর যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ তোলেন ওই তরুণী। তিনি আরও জানান, ফোটোশ্যুট, রিহার্সালের সময় তাঁকে মানসিক ভাবেও হেনস্থা করেন জানি মাস্টার। ওই তরুণীর দাবি, কারও সামনে মুখ খুললে শারীরিক ভাবেও তাঁর ক্ষতি করার হুমকি দেন জানি মাস্টার। যে সময় এই হেনস্থা শুরু হয়, ওই তরুণী নাবালিকা ছিলেন বলে জানা যায়।
এর পর, গত ১৯ সেপ্টেম্বর গোয়ায় গ্রেফতার হন জানি মাস্টার। কিন্তু গত ৪ অক্টোবর সাময়িক জামিনও পান। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেয় আদালত। বলা হয়, ৬ থেকে ১০ অক্টোবরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে হবে জানি মাস্টারকে। ১০ অক্টোবর সকাল ১০.৩০টার মধ্যে যেনতেন প্রকারে তাঁকে আদালেত গিয়ে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দেয় আদালত। ওই সময়ের মধ্যে তিনি অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করতে পারবেন না, সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না বলেও জানায় আদালত।
জানা যায়, জাতীয় পুরস্কার অনুষ্ঠানে যাতে অংশ নিতে পারেন, তার জন্যই আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন জানি মাস্টার। ৮ অক্টোবর পুরস্কার গ্রহণের কথা ছিল তাঁর। সেই আবহেই এবার তাঁর জাতীয় পুরস্কার বাতিল করে দিল কেন্দ্র। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণও প্রত্যাহার করা হয়েছে। জানি মাস্টারের বিরুদ্ধে ধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃত ভাবে আঘাত করা এবং POCSO আইনে মামলা দায়ের হয়েছে।