এই মাসের শুরুতে ইনস্টাগ্রামে এসেছেন 'ক্যাপ্টেন আমেরিকা' ক্রিস ইভানস। ইতিমধ্যেই তাঁর ফলোয়ারের সংখ্যা ৩৫ লক্ষ ছাড়িয়েছে। কিন্তু এতদিন পর কেন ইনস্টাগ্রামে আত্নপ্রকাশ করলেন তিনি? চমকে দেওয়া জবাব দিলেন ক্রিস।
পোষ্য ডজারের ছবি পোস্ট করতেই নাকি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন তিনি!
" আমার মনে হয়, আমি আবদ্ধ। মনে হয় আমি বয়স্ক একটা লোক, পার্টিতে দেরিতে এসে হাজির হয়েছি।'' বললেন 'ক্যাপ্টেন আমেরিকা'।
'' আসলে কী জানেন, আমার কাছে আমার কুকুরের দারুণ দারুণ ছবি আছে। সেই জন্যই আমি ইনস্টাগ্রামে আছি। কোথাও তো ছবিগুলো দিতে হত!''



ক্রিস বলেন, কোয়ারেন্টিন-টাইম শুরু হওয়ার আগেই পোষ্য ডজারের লোম ছাঁটা হয়েছিল, আর সেটা দারুণ হয়। তাতে একটু আত্মবিশ্বাস পেয়ে আরও একটি চুল ছেঁটে ফেলার চেষ্টা করেন তিনি। তাতেই ঘটে বিপত্তি।
পোষ্যর একটি ছবি শেয়ার করে ইভান লেখেন, ''ও এখনও আয়নায় নিজেকে দেখেনি। আমি বলেছি ওকে দারুণ লাগছে।''
ইনস্টাগ্রামে হু হু করে বাড়ছে 'ক্যাপ্টেন আমেরিকা'র ফলোয়ারের সংখ্যা।