কলকাতা: শীতকালে গলার ব্যথার সমস্যা (Sore Throat) খুবই স্বাভাবিক একটা সমস্যা। ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে গলায় ব্যথা, সর্দি , কাশি, গলা ভেঙে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়ে। এই সময়ে কোন কোন পদ্ধতি মেনে চললে গলায় ব্যথার সমস্যা প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
গলার ব্যথা প্রতিরোধের আয়ুর্বেদিক পদ্ধতি-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকালে গলায় ব্যথা হলে হালকা গরম জলে নুন, হলুদ, ত্রিফলা গুঁড়ো দিয়ে গার্গল করুন। তাহলে উপকার পাওয়া যায়। গলার ব্যথা দূর হওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজও ফিরে আসে।
২. ৬ মাসের কম বয়সের বাচ্চাদের উপর কোনও পদ্ধতি নিজে থেকে মানতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলা প্রয়োজন।
৩. আদা শুকনোও গলার ব্যথা দূর করার জন্য দারুণ উপকারী। এমনতিই আদার উপকারিতা অনেক। ঠান্ডা লাগা, সর্দি, কাশির সমস্যা সহজেই দূর করে। চায়ের সঙ্গে, গরম জলের সঙ্গে অথবা স্যুপের মধ্যেও আদা খেতে পারেন। উপকার পাবেন।
আরও পড়ুন - Travel Tips: দেশের যে জায়গাগুলিতে পোষ্যদের নিয়ে বেড়াতে যেতে পারবেন
৪. তুলসী পাতার উপকারিতা অনেক। গরম জলে তুলসী পাতা ফুটিয়ে তা খেতে পারেন। গলার ব্যথা দূর হওয়ার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা লাগার সমস্যাও দূর করে।
৫. এর পাশাপাশি গরম পোশাক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
৬. সন্ধের পর বিশেষ করে রাতে কান ঢাকা দিয়ে রাখতে বলছেন বিশেষজ্ঞরা। বাড়ির বাইরে বেরোলে মাথা ও কান ঢেকে রাখতে হবে।
৭. গরম জলে স্নান করতে হবে।
৮. ভিজে চুলে শুয়ে পড়লে চলবে না।
৯. হলুদ দুধ- গলার ব্যথা কিংবা বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করতে হলুদ দুধের জুড়ি মেলা ভার। স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হলুদ দুধ নিয়মিত রাতে ঘুমতে যাওয়ার আগে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে স্বাস্থ্যের খুবই উন্নতি হয়। এছাড়া গলায় যদি খুব ব্যথা হয় কিংবা গলা বসে যায়, তাহলে এক গ্লাস গরম দুধে দু চিমটে হলুদ দিয়ে তা রাতে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গলার ব্যথা সারার পাশাপাশি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও। যদিও যদি খুব বেশি সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ দিচ্ছেন তাঁরা।
১০. মধু আর গোল মরিচ- গলায় ব্যথা হলে অনেকেই গরম জলের সাহায্য নিয়ে থাকেন। অনেকেই আবার কিছু না করে গলার ব্যথা কাবু হয়ে থাকেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গলার ব্যথা কমাতে ব্যবহার করুন মধু এবং গোল মরিচের। মধুর সঙ্গে গোল মরিচ মিশিয়ে খেলে গলার ব্যথা দূর হবে সহজেই। তাঁদের মতে, মধুতে রয়েছে অ্যান্টিবায়োটিক। এর সঙ্গে গোল মরিচে রয়েছে অনেক উপকারী উপাদান। গলার ব্যথার পাশাপাশি বিভিন্ন সংক্রমণের হাত থেকেও প্রতিরোধ করে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।