নয়াদিল্লি: 'দয়া, কুছ তো গড়বড় হ্যায়'... লাইনটা পড়েই চোখের সামনে এক পুলিশ অফিসারের এক ধাক্কায় তালাবন্ধ দরজা ভেঙে ফেলার দৃশ্য মাথায় এল না? জনপ্রিয় টিভি শো 'সিআইডি' (CID)। এক লহমায় যেন স্মৃতির সরণি বেয়ে ফিরে যাওয়া সেই পুরনো দিনগুলিতে। অবশ্য গত সপ্তাহ থেকে সোশ্যাল মিডিয়া (Social Media) ভরেছে দয়া নয়, ধারাবাহিকের সাব-ইনস্পেক্টর (Sub Inspector) বিবেককে (Vivek) নিয়ে নানা পোস্টে। মনে পড়ে তাঁকে? 


মনে পড়ে CID ধারাবাহিকের বিবেককে?


আলোচনার শুরু হয় যখন জনৈক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় অভিনেতার পুরনো একটি ছবি পোস্ট করে লেখেন, 'যদি আপনি ওঁকে চিনতে পারেন, তাহলে আপনার ছোটবেলা দারুণ কেটেছে।' আর সেই পোস্টে নিজেই প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা বিবেক মশরু (Vivek V. Mashru)। আর তাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 


 






এখন কী করেন বিবেক মশরু?


আপাতত অভিনয় থেকে সরে এসেছেন বিবেক। এখন তাঁর পেশা শুনলে খানিক হতবাক হতে পারেন। প্রথমে শোনা গিয়েছিল বেঙ্গালুরুতে কলেজ অধ্যাপক তিনি, তাঁর লিঙ্কডিন প্রোফাইলও বেশ ভালই। কিন্তু সম্প্রতি বিবেক নিজেই খোলসা করেছেন, যে তিনি অধ্যাপক নন, তিনি এখন শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, 'আমার স্ত্রী, যিনি নিজে ইংরেজির শিক্ষিকা, আমাকে জানান যে আমার ছবি ভাইরাল হয়েছে। আমি কখনও ভাবিনি যে এরকম আমার সঙ্গে হতে পারে, এরকম তো সবসময় অন্যদের সঙ্গে হতে দেখেছি। আমি অভিভূত।'


তিনি আরও বলেন, 'মানুষ এরকম ভাবেন দেখে আমি অভিভূত। আমি বিশ্ববিদ্যালয়ের একটি গোটা বিভাগের কার্যপ্রক্রিয়া পরিচালনা করি, লিডারশিপের কাজ। আমি অবশ্য এই কাজ থেকেও জুলাইয়ে বেরিয়ে আসব, এবং নতুন স্কুল লঞ্চ করব।' তাঁর প্রোফাইল অনুযায়ী, বেঙ্গালুরুর সিএমআর বিশ্ববিদ্যালয়ের কমন কোর কারিকুলাম ডিপার্টমেন্টের ডিরেক্টর তিনি। 


আরও পড়ুন: Vastu Tips : কিছুতেই কাটছে না আর্থিক সঙ্কট ? বাস্তুর এই সহজ উপায়ে ফিরতে পারে হাল !


তাঁর প্রোফাইল থেকেই জানা যায় যে তাঁকে CID-তে দেখার আগেও চার বছরের অভিনয় সফর ছিল তাঁর। বিবেকের কিছু পরিচিত কাজের মধ্যে পড়ে ২০০৫ সালের 'অক্কড় বক্কড় বাম্বে বো' ধারাবাহিকে অর্ণবের চরিত্র, ২০০৫ সালের 'বম্বে টকিং' ধারাবাহিকে জেডির চরিত্র।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial