মুম্বই: আগামী ছবি 'কোড নেম আব্দুল'-এ (Code Name Abdul) পুনরায় ব্যবহৃত হবে আইকনিক গান 'মেরা নাম হ্যায় শবনম' (Mera Naam Hai Shabnam)। তবে ছবি নির্মাতাদের কথায়, 'কাটি পতঙ্গ' (Kati Patang) ছবির জন্য কিংবদন্তি সঙ্গীত পরিচালক আর. ডি. বর্মনের (R.D. Burman) তৈরি এই গানের আসল ভাব একেবারে অপরিবর্তিত রাখা হচ্ছে। 


আগামী ছবি 'কোড নেম আব্দুল'-এ বহুদিন পর পর্দায় ফিরছেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় (Tanishaa Mukerji)। এটি একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি। পরিচালনায় ইশ্বর গুন্টুরু (Eshwar Gunturu)। তাঁর মতে আইকনিক গানগুলিকে শ্রদ্ধা বা সম্মান জানানোর জন্য রিমেক বা রিমিক্সই একমাত্র উপায় হতে পারে না।


এই গানের একটি নির্দিষ্ট দৃশ্যপট ভাবা ছিল পরিচালকের। যার ফলে গানটি তাঁর সিনেমায় স্থান পেয়েছে। ইশ্বরের কথায়, 'আমাদের ছবিতে একটা অন্য মাত্রা যোগ করার জন্য গানটি পুরনো সেই চার্মটার প্রয়োজন ছিল। আমাদের ছবির রহস্যের জালে বেশ অবদান রয়েছে গানটির। আমরা প্রথম থেকেই পরিষ্কার জানিয়েছিলাম যে গানটার একটুও রিমিক্স আমরা চাই না। একদম অধরা রাখতে হত গানটিকে। এটা এত সুন্দরভাবে আমাদের গল্পে ফিট করেছে যে আমি ভীষণই খুশি হয়েছি। সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে গানটি।'


আরও পড়ুন: Chandigarh Kare Aashiqui: ভারতের প্রথম 'বর্জ্য শূন্য' ছবির তকমা পেল আয়ুষ্মান-বাণী অভিনীত 'চণ্ডীগড় করে আশিকি'


সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের (Asha Bhonsle) কণ্ঠে এবং আনন্দ বক্সীর (Anand Bakshi) কথায় 'মেরা নাম শবনম' এই ছবির প্রথম গান। পরিচালকের কথায়, 'নতুন সেটে পুরনো গানগুলির রিমেক বোধ হয় নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছতে সাহায্য় করে। কিন্তু আমাদের মতে যেটা এমনিতেই পারফেক্ট সেটাকে বদলানোর কী প্রয়োজন!'


এই ছবি দিয়েই রুপোলি পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। ট্রেলারেই স্পষ্ট একজন রহস্যজনর ইসলাম ধর্মাবলম্বী নারীর চরিত্রে অভিনয় করছেন।